ক্রিকেটার, কোচিং স্টাফ আর সংশ্লিষ্টদের অনেকেই করোনা আক্রান্ত হওয়ায় আইপিএল স্থগিতের সিদ্ধান্তের পর এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে এসেছে এমন ঘোষণা। ভারতের চলমান কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে এ পরিবর্তনের সিদ্ধান্ত।
ভারতীয় গণমাধ্যমে খবর এসেছে, আইপিএলে ক্রিকেটারদের বায়ো-বাবল বিপর্যয়ের পর বিশ্বআসর আয়োজনের ব্যাপারে নাকি সাহস পাচ্ছে না বিসিসিআই। তাছাড়া অক্টোবর-নভেম্বরে ভারতে করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কাও
তীব্র। স্বাস্থ্য ঝুঁকি নিয়ে সে সময় অংশগ্রহণকারী দেশগুলো আসতে রাজি হবে কিনা; তাও নিশ্চিত নয়। তাই আরব আমিরাতে স্থানান্তরিত হতে পারে চলতি বছরের সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপ।
তবে স্থানান্তরিত হলেও স্বাগতিক দেশের সব সুবিধায় পাবে টিম ইন্ডিয়া। আইসিসি আর বিসিসিআই’য়ের বৈঠকের পর বিষয়টি চূড়ান্ত হলে আরব আমিরতের তিনটি ভেন্যুতে আয়োজিত হবে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ।
এর আগে, গতবছর করোনার কারণে আইপিএলের ১৩তম আসরও আয়োজিত হয়েছিল এই তিন ভেন্যুতে।