বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
spot_img
Homeআন্তর্জাতিকভারতে করোনায় এ পর্যন্ত ৮৬৪ চিকিৎসকের মৃত্যু

ভারতে করোনায় এ পর্যন্ত ৮৬৪ চিকিৎসকের মৃত্যু

ভারতে এক বছরের বেশি সময় ধরে করোনার বিরুদ্ধে কোমর বেঁধে লড়াই করছেন চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীরা। দিন রাত এক করে তাঁরা করোনা রোগীর সেবা করে চলেছেন। তবে করোনার দ্বিতীয় ঢেউ ভারতে ভয়াবহ রূপ নিয়েছে।

স্বাস্থ্য পরিকাঠামো রীতিমতো ধুঁকছে। চারদিকে অক্সিজেন, শয্যা, ওষুধ, টিকার হাহাকার। প্রতিদিন হাজার হাজার মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে করোনাভাইরাস। কোভিড ১৯-এর কারণে বহু চিকিৎসক প্রাণ হারিয়েছে। ভারতে এখন পর্যন্ত করোনায় ৮৬৪ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে।

ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের (আইএমএ) তথ্য অনুযায়ী, গতকাল শুক্রবার পর্যন্ত করোনায় ৮৬৪ জন চিকিৎসক মারা গেছেন। এর মধ্যে গত বছর ৭৩৬ জন মারা গেছেন। চলতি বছর এপ্রিল পর্যন্ত মারা গেছেন আরও ১২৮ জন। মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা শুরু থেকে বেশি। সেখানে চিকিৎসকের মৃত্যুর হারও সবচেয়ে বেশি।

আইএমএর হিসাবে, মহারাষ্ট্রে এখন পর্যন্ত ১৬৮ জন চিকিৎসক মারা গেছেন। শুধু এপ্রিলেই ৩৪ জনের মৃত্যু হয়েছে। তামিলনাড়ুতে ৮৯ জন আর পশ্চিমবঙ্গে ৮০ জন চিকিৎসক মারা গেছেন।

মহারাষ্ট্রের স্বাস্থ্য বিভাগ অনুযায়ী, এই রাজ্যের ১৭ হাজার ৯৭৫ জন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে ১১ হাজার ২৩৫ জন সরকারি হাসপাতালের।

আর ৬ হাজার ৭৪০ বেসরকারি প্রতিষ্ঠানের। জানা গেছে, মহারাষ্ট্রে এখন পর্যন্ত ১৮ হাজার চিকিৎসক করোনা সংক্রমিত হয়েছেন। মহারাষ্ট্রে বহু নার্স করোনায় আক্রান্ত হয়েছেন। স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান অনুযায়ী এই সংখ্যা ৪ হাজার ২১৭।

জানা গেছে, করোনার দ্বিতীয় ঢেউতে ৫০ থেকে ৭০ বয়সী চিকিৎসক বেশি মারা গেছেন। এমনকি বহু তরুণ চিকিৎসকেরও মৃত্যু হয়েছে।

এ বছর এপ্রিলে মহারাষ্ট্রের কল্যাণের ২৮ বছরের তরুণ চিকিৎসক সুরজ মিশ্রা করোনায় মারা গেছেন। প্রায় একইসঙ্গে করোনায় প্রাণ হারিয়েছেন সুরজের বাবা চিকিৎসক নগেন্দ্র মিশ্রা (৫৮)। স্বাস্থ্য দপ্তর স

spot_img
এই বিভাগের অনান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

জনপ্রিয় সংবাদ