বৃহস্পতিবার, অক্টোবর ১০, ২০২৪
spot_img
Homeআইন-অপরাধউপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক কাদের সহ সপরিবারকে হত্যার হুমকি থানায় জিডি।

উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক কাদের সহ সপরিবারকে হত্যার হুমকি থানায় জিডি।

কুড়িগ্রাম সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, অনলাইন নিউজ প্রোর্টাল টাইম বাংলা নিউজ.কম এর কুড়িগ্রাম প্রতিনিধি ও খলিলগঞ্জ কারিগরি টেকনিক্যাল এন্ড কলেজের সহকারী অধ্যাপক আবদুল কাদের সহ সপরিবারে হত্যার হুমকির অভিযোগ পাওয়া গেছে।

সোমবার রাত ১১টা ৩৩ মিনিটে আব্দুল কাদেরের ব্যবহৃত মুঠোফোনে অপরিচিত মুঠোফোন নম্বর থেকে ফোন করে ওই হুমকি দেওয়া হয় হুমকির বিষয়ে আব্দুল কাদের বাদী হয়ে কুড়িগ্রাম সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

জিডিতে উল্লেখ করেন, সদ্য অনুমোদিত কুড়িগ্রাম জেলা আওয়ামীলীগের কমিটিতে বির্তকিত ও নব্যদের অন্তরর্ভুক্ত করায় জেলা আওয়ামীলীগের কমিটি সংশোধনের দাবি জানিয়ে নিজ

ফেইসবুকে পোষ্ট দেওয়ায় এই মোবাইল ০১৭১২২২১৪১৭ নাম্বর থেকে তাঁর ব্যবহৃত মোবাইল নম্বরে ফোন করে তাকেসহ পরিবারের সবাইকে হত্যার হুমকি ও অকথ্য ভাষায় গালিগালাজ করে।

এ অবস্থায় মোবাইলের কললিস্ট সংগ্রহ করে আইনি ব্যবস্থা নিতে অনুরোধ করেন তিনি।
এ ব্যাপারে কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ খান মো.শাহারিয়ার বলেন, এবিষয়ে থানায় জিডি হয়েছে তা তদন্ত করে ব্যাবস্থা নেয়া হবে।

spot_img
এই বিভাগের অনান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

জনপ্রিয় সংবাদ