সুনামগঞ্জে নারীসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার,৫৪ লিটার চোলাই মদ উদ্ধার

মোজাম্মেল আলম  সুনামগঞ্জ প্রতিনিধিঃ 

১২৪

সুনামগঞ্জে নারীসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- জেলার ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের ধর্মপাশা গরুর হাট এলাকার বাসিন্দা বাসন্তী হরিজন (৪০) ও বাদল হরিজন (৫০)।

আজ বৃহস্পতিবার (২৪ জুন) বিকাল ৪টায় ধর্মপাশা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাদেরকে সুনামগঞ্জ জেলা কারাঘারে পাঠানো হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে- আজ বৃহস্পতিবার সকাল ৬টায় মাদক ব্যবসায়ী বাদল হরিজন ও বাসন্তী হরিজন পাশর্^বর্তী নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার মোহনগঞ্জ বাজার থেকে ২টি বস্তায় করে মদ নিয়ে ধর্মপাশায় আসার সময় কংস নদীর সেতুর উপরে আটক করে পুলিশ।

পরে তাদের কাছ থেকে ৫৬ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। এঘটনার প্রেক্ষিতে দুপুরে মাদক ব্যবসায়ী বাদল হরিজন ও বাসন্তী হরিজনের বিরুদ্ধে থানায় একটি মাদকের মামলা দায়ের করা হয়েছে।

এঘটনার সত্যতা নিশ্চিত করে ধর্মপাশা থানার ওসি মোঃ খালেদ চৌধুরী সাংবাদিকদের বলেন- ৫৪ লিটার চোলাই মদসহ গ্রেফতার হওয়া ২ মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে থানায় একাধিক মাদকের মামলা রয়েছে।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.