দেশজুড়ে করোনা সংক্রমণের উর্ধ্বগতি কমাতে সাত দিনের বিধিনিষেধের ৫ম দিনেও নোয়াখালীর সেনবাগে কঠোর অবস্থানে ছিল উপজেলা প্রশাসন, বর্ডার গার্ড (বিজিবি) ও সেনবাগ থানা পুলিশ।
অন্যদিনের তুলনায় সোমবার সকাল থেকে জরুরি পণ্যবাহী গাড়ি ছাড়াও বেশকিছু সিএনজি চালিক অটোরিকশা, ব্যাটারী চালিত রিকশা চলাচল করতে দেখা গেছে।
এছাড়াও হাট-বাজারগুলোতে মানুষজনের ভিড় লক্ষ্য করা গেছে। লকডাউন কার্যকরে সেনবাগ উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতের দুই নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম মজুমদার ও সহকারী
কমিশনার (ভূমি) ক্ষেমালিকা চাকমা সেনবাগ পৌরসভা ও উপজেলার ৯টি ইউনিয়নে বিভিন্ন হাট বাজারে মাক্স বিহীন ভাবে চলাফেরা, বিধিনিষেধ অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা, অপ্রয়োজনে ঘরের বাহির হওয়ায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১৮টি মামলায় ১০হাজার ৪শ টাকা জরিমানা আদায় করেছে।
নির্বাহী ম্যাজিষ্ট্যেটøয় জানান, সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল আইন ২০১৮ এ মাস্ক পরিধান না করায় ও স্বাস্থ্যবিধি না মানায় এবং মটরযান অধ্যাদেশ ১৯৮৩ এর ১৫২ ধারায় ওই মামলা ও অর্থদন্ড জরিমানা করা হয়।