বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
spot_img
Homeআইন-অপরাধসুনামগঞ্জে অবৈধ কাপড়, নগদ টাকা  ও ২ চোরাকারবারীসহ ৭জন গ্রেফতার

সুনামগঞ্জে অবৈধ কাপড়, নগদ টাকা  ও ২ চোরাকারবারীসহ ৭জন গ্রেফতার

সুনামগঞ্জের দুই উপজেলায় পৃথক অভিযান চালিয়ে অবৈধ কাপড়, নগদ টাকা ও ২ চোরাকারবারীসহ ৭জনকে গ্রেফতার করেছে র‌্যাব ও পুলিশ।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলো- জেলার দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের গাছগড়া গ্রামের আলমগীর হোসেনের ছেলে মোঃ কাউছার আলম (২৫), একই ইউনিয়নের বাজিদপুর গ্রামের মৃত মোসাদ্দর আলীর ছেলে মোঃ

আক্তার মিয়া (৩২), জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ঘোষগাঁও গ্রামের সামছুদ্দিনের ছেলে আলা উদ্দিন (২৫), একই গ্রামের কালাই মিয়ার ছেলে দিলদার হোসেন (৪৫), ইসমাইল মিয়ার ছেলে জালাল উদ্দিন (২৫), সামসু

উদ্দিন (৪৪) ও পাইলগাঁও ইউনিয়নের মুজাহিদপুর গ্রামের মান্নান মিয়ার ছেলে ছোটন মিয়া (২০)।
আজ শুক্রবার ( ৯ জুলাই) দুপুরে আদালতের মাধ্যমে সবাইকে কারাঘারে পাঠানো হয়েছে।

পুলিশ ও র‌্যাব সূত্রে জানা গেছে- গতকাল বৃহস্পতিবার (৮ জুলাই) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের আজমপুর খেয়াঘাটে অভিযান চালিয়ে ১৫৮পিস ভারতীয় অবৈধ কাপড় ও নগদ

৩হাজার টাকাসহ চোরাকারবারী কাউসার আলম ও আক্তার মিয়াকে হাতেনাতে গ্রেফতার করে র‌্যাব ৯ এর সুনামগঞ্জ ক্যাম্পের সদস্যরা। পরে ২জনকে রাতেই থানায় হস্তান্তর করা হয়। এঘটনার প্রেক্ষিতে র‌্যাব বাদী হয়ে গ্রেফতারকৃত দুই

চোরাকারবারীর বিরুদ্ধে থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেছে।  অপরদিকে জগন্নাথপুর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দাঙ্গার অভিযোগে দায়েরকৃত মামলার পলাতক আসামী আলা উদ্দিন (২৫),

একই গ্রামের দিলদার হোসেন (৪৫), জালাল উদ্দিন (২৫) ও সামসু উদ্দিন (৪৪)সহ জিআর ২০৩/২০১৮এর মামলার গ্রেফতারী পরোয়ারাভুক্ত আসামী ছোটন মিয়া (২০) কে গ্রেফতার করে পুলিশ।  দোয়ারাবাজার থানার ওসি দেব দুলাল ধর ও জগন্নাথপুর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী এঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

spot_img
এই বিভাগের অনান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

জনপ্রিয় সংবাদ