বুধবার, এপ্রিল ২৪, ২০২৪
spot_img
Homeসারাদেশচট্টগ্রামনোয়াখালীতে করোনায় একদিনে আরও ৩ জনের মৃত্যু নতুন করে আক্রান্ত ১৯জন

নোয়াখালীতে করোনায় একদিনে আরও ৩ জনের মৃত্যু নতুন করে আক্রান্ত ১৯জন

নোয়াখালীতে গত ২৪ঘন্টায় আরও ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। ৫৩৮ জনের নমংনা পরীক্ষায় এ ফল পাওয়া যায়। এতে ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৯ দশমিক ৫৩ শতাংশ। এতে জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে বার হাজার ৪৮৬ জন।

মোট আক্রান্তের হার ১২ দশমিক ১৭ শতাংশ। গত ২৪ ঘন্টায় জেলায় করোনায় ৩ জনের মুত্যু হয়েছে। জেলায় এই নিয়ে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫৭ জনে।

এর মধ্যে সদর উপজেলায় মারা যায় ২৯জন, সুবর্ণচরে ৪জন, বেগমগঞ্জ ৫৫জন, সোনাইমুড়ীতে ৮জন, চাটখিল ১৬জন, সেনবাগে ২০জন, কোম্পানীগঞ্জ ৪জন, কবিরহাটে ২১জন। মৃত্যুর হার ১দশমিক ২৪ শতাংশ।

রোববার ( ১১ জুলাই) সকালে জেলা সিভিল সার্জন ডা. মোঃ মাসুম ইফতেখার বিষয়টি নিশ্চিত করেন। এর আগে শনিবার রাত ৮টায় জেলা সিভিল সার্জনের কার্যালয় এই সব তথ্য তাদের ফেইসবুক অ্যাকাউন্টেও প্রকাশ করে।

ডা.মাসুম ইফতেখার জানান, নতুন আক্রান্তদের মধ্যে বেগমগঞ্জ উপজেলায় ১জন, সেনবাগে ১জন, চাটখিলে ৮জন, কোম্পানীগঞ্জ ৬জন, কবিরহাটে ৩জন রয়েছেন।

এছাড়া সুস্থ হয়েছেন ৭ হাজার ৭৮৮ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬২ দশমিক ৩৭শতাংশ। এদিকে আইসোলেশনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা চার হাজার ৫৪১ জন। কোভিড ডেডিকেটেড হাসপাতালে (শহীদ ভুলু স্টেডিয়াম) ভর্তি রয়েছেন ৬০ জন ও আইসোলেশনে রয়েছেন ৬ জন।

spot_img
এই বিভাগের অনান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

জনপ্রিয় সংবাদ