শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪
spot_img
Homeসারাদেশচট্টগ্রামভাসানচর থেকে পালাতে গিয়ে সাগরে ২ দালালসহ ৫ রোহিঙ্গা আটক

ভাসানচর থেকে পালাতে গিয়ে সাগরে ২ দালালসহ ৫ রোহিঙ্গা আটক

নোয়াখালীর ভাসানচর থেকে সাগর পথে পালিয়ে যাওয়ার সময় ২ দালালসহ ৫ রোহিঙ্গাকে আটক ভাসানচ কোস্টগার্ড শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে । রোববার দুপুরে কারাগারে পাঠানো হয়েছে।

আটকৃতরা হলো, ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের ২৫ নং ক্লাস্টারের মজিবুর রহমানের ছেলে নুরুল আমিন (১৮), ৬৩ নং ক্লাস্টারের মৃত শেখ আহমদের ছেলে হাবিবুল্লাহ (৩১),

৫৬ নম্বর ক্লাস্টারের মৃত আবদুল মোতালেবের ছেলে আবদুস সুকুর (৩৫), ২৮ নম্বর ক্লাস্টারের রুমের সাইফুল ইসলামের ছেলে নুর কবির (১৮) ও ৪৭ নম্বর ক্লাস্টারের রুমের নুরে আলমের ছেলে মোঃ নয়ন (২৮)।

দুই দালাল নোয়াখালীর সুবর্ণচরের চরজব্বর পূর্ব চরমুজিব গ্রামের মুত বুলু মাঝির ছেলে জিল্লুর রহমান (২১) ও একই উপজেলার সমিরহাটের আদর্শ গ্রামের মৃত আবুল কালামের ছেলে মোঃ আলা উদ্দিন (২৮) ।

কোস্টগার্ড পূর্বজোন সূত্রে জানা যায়, শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে ভাসানচরের উত্তর পূর্ব কোনে তিন নং ল্যান্ডিং পয়েন্টের কাছে একটি কাঠের বোট দেখতে পেলে টহল দলটি সে দিকে অগ্রসর হয়।

কোস্টগার্ডের টহল বোট দেখে দালাল চক্র পলানোর চেষ্টা করলে টহল দল প্রথমে দুই দালালকে নৌকাসহ আটক করে। পরবর্তীতে তাদের ভাষ্যমতে ভাসানচর পুলিশ ও কোস্টগার্ড যৌথ অভিযান চালিয়ে রাত ৮টার দিকে আরেকটি নৌকা থেকে ৫ রোহিঙ্গাকে আটক করে।

কোস্টগার্ড পূর্বজোন চট্রগ্রামের স্টেশন কমান্ডার লে.আব্দুর রউফ এ সব তথ্য নিশ্চিত করেন। ভাসানচর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ রফিকুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে কোস্টগার্ড পূর্বজোন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

ওই মামলায় রোববার (১১ জুলাই) দুপুরে আটকৃকতদের গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

spot_img
এই বিভাগের অনান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

জনপ্রিয় সংবাদ