শুক্রবার, সেপ্টেম্বর ২০, ২০২৪
spot_img
Homeআন্তর্জাতিকসিনোফার্মের আরও ২০ লাখ ডোজ টিকা দেশে পৌঁছেছে

সিনোফার্মের আরও ২০ লাখ ডোজ টিকা দেশে পৌঁছেছে

চীন থেকে কেনা আরও ২০ লাখ ডোজ সিনোফার্মের টিকা হাতে পেয়েছে বাংলাদেশ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে গতকাল শনিবার রাত ১১টা ৩৫ মিনিটে প্রথম

চালানের ১০ লাখ টিকা পৌঁছায়। এরপর দিবাগত রাত ৩টার দিকে পৌঁছায় বাকি ১০ লাখ ডোজ টিকা। বিমানবন্দরে স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর (এমএনসি ও এএইচ) শামসুল হক চীনের টিকাগুলো বুঝে নেন। সেখান থেকে তেজগাঁওয়ে সংরক্ষণাগারে নিয়ে রাখা হয় এই টিকাগুলো।

এর আগে গত ৩ জুলাই প্রথম চালানের ২০ লাখ ডোজ টিকা পায় বাংলাদেশ। এ ছাড়া চীনা সরকার উপহার হিসেবে বাংলাদেশকে ১১ লাখ ডোজ সিনোফার্মের টিকা দেয়।

সংরক্ষণ করা সিনোফার্মের টিকাগুলো গত ১৩ জুলাই থেকে জেলা ও উপজেলা পর্যায়ে দেওয়া শুরু করেছে সরকার। চুক্তি অনুযায়ী, এখন পর্যন্ত চীন থেকে সিনোফার্মের দেড় কোটি ডোজ টিকা কিনেছে বাংলাদেশ সরকার।

spot_img
এই বিভাগের অনান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

জনপ্রিয় সংবাদ