নোয়াখালীতে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ১১৬ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। নতুন শনাক্তের হার শতকরা ২৬ দশমিক ২৪ ভাগ।
এদিকে সোনাইমুড়ী, চাটখিল ও কবিরহাট উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে জেলায় মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাড়ালো ১৭৫ জন।
শুক্রবার তথ্যগুলো নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার। সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, গত ২৪ ঘন্টায় জেলার তিনটি পিসিআর ল্যাবে ৪৪২টি নমুনা পরীক্ষা করে ১১৬জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
আক্রান্তদের মধ্যে সদরে ২৭, সুবর্নচরে ৬, বেগমগঞ্জে ১০, সোনাইমুড়ীতে ১৯, চাটখিলে ৪, কোম্পানীগঞ্জে ২২ ও কবিরহাট উপজেলায় ২৮ জন রোগি রয়েছে। জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাড়ালো ১৪ হাজার ৩১৪ জন।
যার মধ্যে সুুুুস্থ্য হয়েছেন ৮ হাজার ৬০৪ জন রোগী। আইসোলেশনে রয়েছেন ৫ হাজার ৫৩৫ জন। নোয়াখালী কোভিড ডেডিকেটেড হাসপাতালের ইনচার্জ ডা. নিরুপম দাশ বলেন, গত ২৪ ঘন্টায় কোভিড হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ২০জন। আগের ভর্তিকৃত ১৪ জন রোগি সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছেন।
বর্তমানে হাসপাতালে ৩২ জন নারী রোগিসহ চিকিৎসাধীন আছেন ৬১জন। যার মধ্যে ১২ জনের অবস্থা সংকটাপন্ন। তাঁদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।