তাহিরপুরে বোনকে ধর্ষনের চেষ্টা, লম্পট ভাই গ্রেফতার

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:

১১৪

সুনামগঞ্জ জেলার তাহিরপুরে ১৪ বছরের এক কিশোরী বোনকে ধর্ষনের চেষ্টার অভিযোগে লম্পট ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। লম্পট ভাইয়ের নাম- শাহিন মিয়া (২০)। সে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের পুরানঘাট গ্রামের চাঁন মিয়ার ছেলে।

আজ শনিবার (২৩ জুলাই) সকালে আদালতের মাধ্যমে লম্পট ভাই শাহিন মিয়াকে কারাঘারে পাঠানো হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে- গত সোমবার (১৯ জুলাই) রাত অনুমান সাড়ে ১০টায় জেলার তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের পুরানঘাট গ্রামে লম্পট শাহিন মিয়া তার ফুফাতো বোন ১৪ বছরের কিশোরীর রুমে প্রবেশ করে জোরপূর্বক ধর্ষনের চেষ্টা চালায়।

ওই সময় কিশোরীর চিৎকার শুরু করলে তার আপন ভাই এসে বাঁধা দেয়। পরে লম্পট শাহিন ব্যর্থ হয়ে বাড়ি থেকে চলে যায়।

এঘটনার প্রেক্ষিতে পরদিন মঙ্গলবার দুপুরে ওই কিশোরীর মা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। এখবর পেয়ে লম্পট শাহিন এলাকা ছেড়ে পালিয়ে যায়।

কিন্তু ঈদ উপলক্ষে সে বাড়িতে আসে। গোপন সংবাদের ভিত্তি খবর পেয়ে গতকাল শুক্রবার (২৩ জুলাই) ভোরে লম্পট শাহিন মিয়াকে গ্রেফতার করে পুলিশ। তাহিরপুর থানার ওসি আব্দুল লতিফ তরফদার এঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.