রবিবার, নভেম্বর ২৪, ২০২৪
spot_img
Homeপ্রধান সংবাদমহামারি করোনায় আরও ১৭৮ মৃত্যু

মহামারি করোনায় আরও ১৭৮ মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ১৭৮ জনের মৃত্যু হয়েছে। ২০ দিন ধরে দেশে করোনায় মৃত্যু ২০০ এর উপরে ছিল।

শুক্রবার প্রথম নিচে নেমে ১৯৭ জনের মৃত্যু হয়। এ হিসেবে শনিবার টানা দ্বিতীয় দিনের মতো মৃত্যু ২০০ এর নিচে। অবশ্য এ দিন আরও কমেছে।

এছাড়া এ সময়ে নতুন করে আক্রান্ত শনাক্ত হয়েছেন ছয় হাজার ৮৮৫ জন। এ হিসেবে আক্রান্ত শুক্রবারের চেয়ে আরও কমেছে। ওইদিন শনাক্ত হয়েছিলেন আট হাজার ৪৬৫ জন। শুক্রবারও টানা পাঁচদিন পর দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা ১০ হাজারের নিচে নেমেছে।

এদিকে গত তিন সপ্তাহে একদিনে এটাই সবচেয়ে কম রোগী শনাক্তের খবর। এর আগে গত ২৪ জুলাই ছয় হাজার ৭৮০ জন রোগী শনাক্ত হয়েছিলেন। এরপর শুক্রবার পর্যন্ত দৈনিক শনাক্ত আট হাজারের নিচে আর নামেনি।

শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।স্বাস্থ্য অধিদপ্তর শুক্রবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ৩৩ হাজার নমুনা পরীক্ষা করে ছয় হাজার ৮৮৫ জনের মধ্যে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ার কথা জানিয়েছে। এ হিসেবে শনাক্ত হার ২০ দশমিক ৬৬ শতাংশ। এর আগের দিন শনাক্ত হার ছিল ২০ দশমিক ৮৩ শতাংশ।

নতুন রোগীদের নিয়ে দেশে এ পর্যন্ত শনাক্ত রোগীর মোট সংখ্যা দাঁড়াল ১৪ লাখ ১২ হাজার ২১৮ জনে। আর নতুন মৃত্যু নিয়ে মোট মৃত্যু দাঁড়াল ২৩ হাজার ৯৮৮ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত একদিনে করোনা আক্রান্ত থেকে সেরে উঠেছেন সাত হাজার ৮০৫ জন। তাদের নিয়ে এ পর্যন্ত ১২ লাখ ৮১ হাজার ৩২৭ জন সুস্থ হয়েছেন।

spot_img
এই বিভাগের অনান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

জনপ্রিয় সংবাদ