মোজাম্মেল আলম ভূঁইয়া- সুনামগঞ্জে বজ্রপাতে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু ও এক কিশোরী আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। মৃত ব্যক্তিরা হলেন- জেলার মধ্যনগর উপজেলার চামারদানী ইউনিয়নের দুগনুই গ্রামের ফজল মিয়ার ছেলে রাকিব মিয়া (১৬) ও মুকলিব আলীর ছেলে সাইদুর মিয়া (৩০)।
তারা দুজন আপন চাচাতো ভাই। আহত কিশোর নাম- ছোট্ট মনি (১৫)।আজ সোমবার ( ২৩ আগষ্ট) রাত ৭টায় এলাকার লোকজন হাওর থেকে মৃত দুই ভাইয়ের লাশ উদ্ধার করে।
এলাকাবাসী সূত্র জানা গেছে- প্রতিদিনের মতো আজ সোমবার (২৩ আগষ্ট) বিকেলে জেলার মধ্যনগর উপজেলার দুগনুই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পিছনে অবস্থিত কাইলানীর হাওরে নৌকা নিয়ে মাছ ধরতে যায় জেলে সাইদুর মিয়া, তার মেয়ে কিশোরী ছোট্ট মনি ও চাচাতো ভাই রাকিব মিয়া।
সন্ধ্যায় হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। ওই সময় বজ্রপাতে শিকার হয়ে জেলে সাইদুর মিয়া ও রাকিব মিয়া নৌকা থেকে হাওরের পানিতে পড়ে ডুবে নিখোঁজ হয়ে যায়। আর এঘটনায় কিশোরী ছোট্ট মনি আহত হয়। পরে সে কোন রকম নৌকা চালিয়ে তার বাড়িতে গিয়ে এঘটনাটি তার মাকে জানায়।
পরে তার আত্মীয় স্বজনরা এলাকা লোকজনকে নিয়ে হাওরের পানিতে খোঁজখুজি করে জেলে সাইদুর মিয়া ও তার চাচতো ভাই রাকিব মিয়াকে উদ্ধার করে। ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির হাসান এঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।