মোঃ জাহাঙ্গীর আলম, নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় প্রচন্ড রোদ উপেক্ষা করে করোনার টিকা নিতে আগ্রহী মানুষদের ভিড়ের কারণে হিমশিম খেতে হচ্ছে টিকা প্রদানের কার্যক্রমে জড়িতদের।
মঙ্গলবার (২৪ আগস্ট) সকাল ৯টা থেকে হাতিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সএ স্থাপিত করোনার টিকা বুথে দেখা যায় এমন চিত্র।
টিকা নিতে আসা জাকের হোসেন জানান, সকাল ৯ টা থেকে প্রচন্ড রোদে লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। হাজার হাজার মানুষকে তিনজন ডাক্তার টিকা প্রদান করায় দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে হয়রানির শিকার হচ্ছে মানুষ।
হাতিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.নাজিম উদ্দিন জানান, উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সএ স্থাপিত করোনার টিকা বুথে দুটি লাইনে টিকা দেওয়া হচ্ছে। এক লাইনে করোনার প্রথম ডোজের টিকা আরেক লাইনে দ্বিতীয় ডোজের টিকা
দেয়া হচ্ছে। টিকা গ্রহণে আগ্রহীর সংখ্যা খুব বেশি। এতে আমরা হিমশিম খাচ্ছি। অবশ্য মানুষের মনে যে শঙ্কা ছিল তা কেটে গেছে।
নোয়াখালী প্রতিনিধি
তারিখ ২৪/০৮/২১ ০১৮১২৮৭৪০৭৩
০১৭১২৮৭৪০৭৩