মোজাম্মেল আলম ভূঁইয়া-সুনামগঞ্জে একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডে ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হওয়ার খবর পাওয়া গেছে। প্রায় ২ঘন্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় এলাকাবাসী।
কিন্তু এই অগ্নিকান্ডের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি। তবে এব্যাপারে তদন্ত কমিটি করা হবে বলে জানিয়েছে প্রশাসন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে- গতকাল বুধবার (১ আগষ্ট) রাত অনুমান ১২টায় জেলার তাহিরপুর উপজেলার
বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাট বাজারের চাল পট্টিতে অবস্থিত একটি মার্কেটে হঠাৎ আগুন লাগে। বাজারের ব্যবসায়ীরা কোন কিছু বুঝে উঠার আগেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। প্রায় ২ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
কিন্তু তার আগেই ওই মার্কেটের কাপড়ের দোকানসহ ৪টি গুদামঘরের ভিতরে থাকা মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ২০লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ্য ব্যবসায়ীরা জানান।
এঘটনার সত্যতা নিশ্চিত করে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান কবির সাংবাদিকদের বলেন- অগ্নিকান্ডের ঘটনাটি জানতে পেরেছি। ঘটনাস্থল পরিদর্শন করে এব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।