নেত্রকোনার দুর্গাপুর সীমান্তর্ভতি এলাকা থেকে ৩ টন চা-পাতা ও ৮ টনের ওপরে সুপারি জব্দ
দুর্গাপুর উপজেলা প্রতিনিধি
এম এ হাসান,নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় সদর ইউনিয়নে নলুয়াপাড়া বিওপি (বর্ডার অবজারবেশন পোষ্ট) অবস্থিত দুর্গাপুর উপজেলার সীমান্তর্ভতি এলাকা থেকে ৩ টন চা-পাতা ও ৮ টনের ওপরে সুপারি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
জব্দকৃত এসব ভারতীয় পণ্যের বাজার মূল্য ৪৫ লক্ষ ৬৭ হাজার পাঁচশ’ টাকা। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানান নেত্রকোনা ব্যাটালিয়নের অধিনায়ক (৩১ বিজিবি) এ এস এম জাকারিয়া।