শনিবার, এপ্রিল ২০, ২০২৪
spot_img
Homeআইন-অপরাধঝিনাইগাতীতে ডিবি’র পরিচয়ে তুলে নিয়ে হত্যার চেষ্টা জীবিত উদ্ধার।

ঝিনাইগাতীতে ডিবি’র পরিচয়ে তুলে নিয়ে হত্যার চেষ্টা জীবিত উদ্ধার।

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুরের ঝিনাইগাতীতে ডিবি পুলিশের পরিচয় দিয়ে হারুন অর রশিদ নামের এক ব্যক্তিকে বাড়ী থেকে তুলে নিয়ে হত্যা নিশ্চিত করে চলে যাওয়ার পর তাকে জীবিত উদ্ধার করে পুলিশ।

গত শনিবার দিবাগত রাত ১১ ঘটিকার দিকে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সদর ইউনিয়নের পাইকুড়া মালঝিপাড় গ্রামে এ ঘটনা ঘটে। উদ্ধারকৃত ব্যক্তি ওই গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে ও ৩ সন্তানের জনক।

হারুনের পরিবার ও থানা পুলিশ সুত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত ১১ঘটিকার দিকে সিএনজি যোগে ৪/৫জন ব্যক্তি ডিবি পুলিশের পরিচয় দিয়ে জোর পূর্বক হারুনকে তার বাড়ী থেকে তুলে নিয়ে নালিতাবাড়ী উপজেলার নন্নী আমবাগান

গুচ্ছগ্রামের কাছে হাত বেঁধে মুখে স্কচ টেপ মেরে ও উলঙ্গ করে শরীরের নানান স্থানে আঘাত করে মুত্যু নিশ্চিত করে তারা চলে যায়।

এর কিছুক্ষণ পর হারুন কোন মতে হামাগুড়ি দিয়ে রাস্তার উপরে আসলে পথচারিরা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে মারাক্তক ভাবে আহত হওয়া হারুনকে দ্রæত শেরপুর হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে হারুন শেরপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ঝিনাইগাতী থানার ওসি (তদন্ত) সরোয়ার হোসেন জানান, বিষয়টি আমরা খুবই গুরুত্বের সাথে নিয়েছি। তবে হারুন খুবই অসুস্থ থাকায় তার কাছ থেকে তেমন কিছু জানা যাচ্ছেনা। এ ব্যাপারে পুলিশ তৎপর রয়েছে।

spot_img
এই বিভাগের অনান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

জনপ্রিয় সংবাদ