মোজাম্মেল আলম ভূঁইয়া, সুনামগঞ্জে পারিবারিক কলহের জের ধরে বিষপানে এক গৃহবধুর মৃত্যুর হয়েছে বলে খবর পাওয়া গেছে।
মৃত গৃহবধুর নাম- ময়না বেগম (২৫)। সে জেলার ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের খলাপাড়া গ্রামের নাছির উদ্দিনে স্ত্রী।
গতকাল বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্ভর) রাত অনুমান ২টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে- পারিবারিক কলহের জের ধরে গতকাল বৃহস্পতিবার দুপুরে নিজ বসতঘরে থাকা জমিতে দেওয়ার ইদুরের বিষপান করে গৃহবধু ময়না বেগম জ্ঞান হারিয়ে ফেলে।
পরে তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে পরিবারের লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা ভর্তি করে চিকিৎসা দেয়।
কিন্তু সন্ধ্যায় ওই গৃহবধুর শারীরিক অবস্থার অবনতি দেখে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সেখানে নিয়ে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় রাত অনুমান ২টায় গৃহবধু ময়না বেগমের মৃত্যু হয়। পরে ময়না তদন্তের জন্য গৃহবধুর লাশ হাসপাতাল মর্গে নেওয়া হয়।
ধর্মপাশা থানার ওসি খালেদ চৌধুরী এঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, বিষপানে গৃহবধুর মৃত্যুর ঘটনাটি জানতে পেরেছি কিন্তু এখনও পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি।