বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
spot_img
Homeসারাদেশঢাকাপ্রচারিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রচারিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

বাংলাদেশের বহুল প্রচারিত যমুনা টেলিভিশনের ধারাবাহিক প্রতিবেদন টিম ৩৬০ ডিগ্রিতে বিগত ২ এপ্রিল ২০২১ইং তারিখে একটি প্রতিবেদন প্রচারিত করে। উক্ত সংবাদটি আমার দৃষ্টিগোচর হলে সংবাদের ভুল তথ্য প্রচারিত করায় আমার ব্যক্তি সম্মানে ক্ষুন্ন হয়েছে।

উক্ত সংবাদটির প্রতিবাদে গতকাল মঙ্গলবার টঙ্গীতে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মো: গোলাম ফারুক এই মর্মে সংবাদের তীব্র প্রতিবাদ জানায় যে, মো: আবুল হোসেন ঢাকা ময়মনসিংহ রোডের অধিগ্রহণকৃত জায়গায় নিজ নামে রেকর্ড করিয়া মো: গোলাম ফারুমের নিকট বিক্রয় করে যাহা সঠিক নয়।

উক্ত সংবাদে বারংবার প্রচার করা হইয়াছে যে, আবুল হোসেন মুকুল ঢাকা ময়মনসিংহ মহাসড়কে জমি ঢাকা সিটি জরিপে ৫৮২৫নং খতিয়ানে ঢাকা সিটি জরিপ ৯০১৬নং দাগে নিজ নামে রেকর্ড করাইয়া গোলাম ফারুকের নিকট বিক্রি করিয়াছে এবং উক্ত বিষয়ের উপর উক্ত সংবাদের জোরপ্রচারণা চালানো হইয়াছে। যাহা নিরপেক্ষ সংবাদ প্রচারে পরিপন্থী।

দাতা মো: আবুল হোসেনের নিকট হইতে গ্রহীতা মো: গোলাম ফারুক ১০৫৩৭নং দাগে সম্পত্তি বিগত ১৩ জুলাই ২০১০ইং তারিখে রেজিষ্ট্রিকৃত ৮৮৮০নং সাবকবলা দলিলমূলে খরিদ করিয়া ভোগদখল সত্ত্ববান রহিয়াছেন। গোলাম ফারুকের সত্তদখলীয় জমির দাগ ঢাকা সিটি জরিপ ৫৮২৬নং খতিয়ানভুক্ত। যাহা সিটি জরিপে ১০৫৩৭নং দাগে সম্পত্তি। কিন্তু উক্ত সংবাদে ঢাকা সিটি জরিপ ৫৮২৫নং খতিয়ানভুক্ত সম্পত্তি। যাহা সিটি জরিপ ৯০১৬নং দাগে ভূমি অধিকরনের সম্পত্তি দেখাইয়া সংবাদটি প্রচার করিয়াছে।

প্রকৃত পক্ষে ১০৫৩৭নং দাগের ৫৮২৬নং খতিয়ানভুক্ত জমি মালিকানা সঠিক। কিন্তু ৫৮২৫ খতিয়ানভুক্ত ৯০১৬দাগে মহাসড়কে অধিকরণকৃত সম্পত্তি দেখাইয়া আমার ও আমার জমির দাতার বিরুদ্ধে সংবাদ প্রচারিত হইয়াছে।

উক্ত সংবাদের আমি তীব্র নিন্দা জ্ঞাপন করছি। সংবাদ পত্রের প্রচলিত আইন অনুযায়ী পুন:রায় সঠিক সংবাদটি প্রচার করার উদাত্ত আহ্বান করছি।

spot_img
এই বিভাগের অনান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

জনপ্রিয় সংবাদ