মঙ্গলবার, অক্টোবর ৮, ২০২৪
spot_img
Homeবিচিত্র সংবাদকু‌ড়িগ্রা‌মে তিস্তা নদীতে থেকে ২ দিন পর ডু‌বে যাওয়া কৃষ‌কের মরদেহ উদ্ধার

কু‌ড়িগ্রা‌মে তিস্তা নদীতে থেকে ২ দিন পর ডু‌বে যাওয়া কৃষ‌কের মরদেহ উদ্ধার

কু‌ড়িগ্রা‌মের উলিপু‌রে নি‌খোঁজের ২ দিন পর তিস্তা নদীতে ডু‌বে যাওয়া কৃষ‌ক বদিউজ্জামানের মর‌দেহ উদ্ধার করা হ‌য়ে‌ছে। শ‌নিবার ভোররা‌তে ‌থেতরাই ইউনিয়নের জুয়ান সতরা এলাকায় এক কিলোমিটার দুরে তিস্তা নদী‌তে মাছ ধরার সময় জে‌লেরা এক‌টি মর‌দেহ দেখ‌তে পান।

বিষয়‌টি জানাজা‌নি হ‌লে স্বজনরা নিখোঁজ ব‌দিউজ্জামা‌নের মর‌দেহ শনাক্ত ক‌রেন। প‌রে সকাল ১০টার দি‌কে পা‌রিবা‌রিক কবরস্থা‌নে তা‌কে দাফন করা হয়। বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন সং‌শ্লিষ্ট ইউপি সদস‌্য আব্দুল হা‌লিম।

জানা গে‌ছে, গত বুধবার দুপু‌র আড়াইটার‌ দি‌কে চর জুয়ানসতরা থে‌কে গরুর জন্য ঘাস নি‌য়ে বা‌ড়ি ফেরার প‌থে তিস্তা নদীর স্রো‌তে ডু‌বে যান কৃষক ব‌দিউজ্জামান (৫৫)। প‌রে স্থানীয় লোকজন ও ফায়ার সা‌র্ভি‌সের ডুবুরি দল

অভিযান চা‌লি‌য়ে উদ্ধার কর‌তে ব‌্যর্থ হয়। ‌নি‌খোঁজের ২ দিন পর শ‌নিবার ভোররা‌তে ঘটনাস্থল থে‌কে প্রায় পৌ‌নে এক কি‌লো‌মিটার ভা‌টিতে তার মরদেহ ভে‌সে ওঠে।

spot_img
এই বিভাগের অনান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

জনপ্রিয় সংবাদ