বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
spot_img
Homeপ্রধান সংবাদফুলবাড়ীতে ২৯ বিজিবি কর্তৃক সীমান্তে আটককৃত ৫ কোটি ৬০ লাখ টাকার মাদক...

ফুলবাড়ীতে ২৯ বিজিবি কর্তৃক সীমান্তে আটককৃত ৫ কোটি ৬০ লাখ টাকার মাদক ধ্বংস

আল হেলাল চৌধুরী,মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি অনুসরণে দিনাজপুরের ফুলবাড়ীস্থ ২৯বিজিবি কর্তৃক জব্দকৃত ৫ কোটি ৬০ লাখ টাকার বিপুল পরিমাণ বিভিন্ন প্রকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।

গত শুক্রবার সকাল সাড়ে ৯টায় রংপুর রিজিয়ন এর ফুলবাড়ীস্থ ২৯ বিজিবি সদর দফতর এর প্রশিক্ষণ মাঠে এসব মাদক ধ্বংস করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজিবি রংপুর রিজিয়নের ডেপুটি কমান্ডার কর্ণেল মোঃ জাকারিয়া হোসেন (পিএসসি,জি,) তার বক্তব্যে বলেন, ফুলবাড়ী ২৯ বিজিবি গত ১নভেম্বর-২০১৯ হতে ৩০ নভেম্বর-২০২১ পর্যন্তু ২১ মাসে

সর্বমোট ৫ কোটি ৬০ লাখ টাকা মূল্যমানের ভারতীয় ৫৭ হাজার ৯৭৪ বোতল ফেন্সিডিল, ৫ হাজার ৮৪৯ পিস ইয়াবা, ১৯৫.২১ কেজি গাঁজা, ৪৬৫ বোতল বিদেশী মদ, ৯ বোতল বিয়ার, ২০ গ্রাম হেরোইন, ৩৩৫.৫ লিটার দেশী মদ, ২৬

হাজার ৬৫৪ বোতল যৌন উত্তেজক সিরাপ, ২৫ হাজার ৮৪৩ পিস বিভিন্ন প্রকার নেশা জাতীয় ইনজেকশন, ৬৭৩ প্যাকেট পাতার বিড়ি, ৬৪২ প্যাকেট আঁতশবাজী এবং ৪ হাজার পিস ভিটামিন বি ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়। আটককৃত বিভিন্ন ধরনের মাদকদ্রব্য আজ ধ্বংস করা হচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী বর্তমানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ্যাডঃ মোঃ মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত সেক্টর

কমান্ডার, বিজিবি দিনাজপুর; অধিনায়ক ও উপ-অধিনায়ক ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি); উপজেলা নির্বাহী কর্মকর্তা, ফুলবাড়ী; অতিরিক্ত পুলিশ সুপার, ফুলবাড়ী সার্কেল; জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট, দিনাজপুর; সহকারী কমিশনার,

কাষ্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, দিনাজপুর; মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, দিনাজপুর; স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, গণমাধ্যম প্রতিনিধি এবং ফুলবাড়ী ব্যাটালিয়নের অন্যান্য অফিসার ও সকল স্তরের

বিজিবি সদস্যগণ। মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন লেঃ কর্ণেল মোঃ শরীফ উল্লাহ আবেদ, এসজিপি, অধিনায়ক, ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)।

 

spot_img
এই বিভাগের অনান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

জনপ্রিয় সংবাদ