বশির আলম, বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় যুবলীগ বিভিন্ন কর্মসূচী গ্রহন করেছে। যুবলীগের কেন্দ্রীয় কমিটির নির্দেশনা মোতাবেক গাজীপুর মহানগর যুবলীগের যুগ্ন আহবায়ক সাইফুল
ইসলামের সার্বিক সহযোগীতায় মহানগরীর ৪১ নং ওয়ার্ড বসুগাঁও এলাকায় আশ্রয় কর্মসূচীর আওতায় ঘর নির্মান করে অসহায় জরিনা খাতুনকে হস্তান্তর অনুষ্ঠান ১১ই নভেম্বর সকালে অনুষ্ঠিত হয়।
উদ্ধোধনী অনুষ্ঠানে বাংলাদেশ কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে সামস্ পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ¦ মোঃ মাইনুল হোসেন খান নিখিল যুবলীগের কেন্দ্রীয় কর্মসূচী অনুষ্ঠান থেকে দুপুর ১টায় ভার্চুয়ালী যুক্ত হয়ে জরিনা
খাতুনের ঘরটি উদ্ধোধন করেন। এসময় গাজীপুর মহানগর যুবলীগের যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম সহ যুবলীগ নেতা ইসমাইল হোসেন, মনির হোসেন, মামুনুর রশীদ ভূঁইয়া, সাইফুল্লা মোকতাদি নয়ন, রফিকুল ইসলাম, মিজানুর রহমান,
কিরণ আহমেদ, আব্দুস সালাম ব্যাপারি, মুনাফ খান মুন্না, সাইদুল ইসলাম, বিল্লাল হোসেন, বাবুল পাঠান, ফজল করিম, হুমায়ন কবির আজাদ, লুৎফর রহমান, রাসেল আহমেদ, জাকির হোসেন, হারুন অর রশীদ, ওয়ালী উল্লাহ কিরণ,
মোশারফ হোসেন, ওয়াদুদুর রহমান, আল আমিন, আবুল বাশার শিকদার, হুমায়ন কবির রাজ সহ মহানগরীর ৮টি থানা ও ৫৭টি ওয়ার্ডের যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় সাইফুল ইসলাম বলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ শেখ ফজলুল হক মনির হাতে গড়া মানবিক সংগঠন। সেই সংগঠনের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে নিজেকে ধন্য মনে করি।
আমার ছোট বেলা থেকে অসহায় মানুষের পাশে থেকে সহযোগীতা করার চেষ্টা করেছি। মুজিব শতবর্ষে একশত গৃহহীন পরিবারকে ঘর প্রদান করেছি। সারাদেশে যুবলীগের নেতাকর্মীরা অসহায় মানুষের পাশে বিভিন্নভাবে সেবা করে যাচ্ছে।
গাজীপুর মহানগর যুবলীগে প্রতিটি নেতাকর্মীকে বলবো প্রত্যকের সাধ্য অনুযায়ী অসহায় ও গরীব দুঃখী মেহনতী মানুষের পাশে থেকে মানবিক সাহায্য করে যুবলীগকে একটি আদর্শের জায়গায় রূপান্তিরত করতে আহবান জানাচ্ছি।