বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
spot_img
HomeUncategorizedসকল প্রস্তুতি সম্পন্ন, আজ ফুলবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচন

সকল প্রস্তুতি সম্পন্ন, আজ ফুলবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচন

আল হেলাল চৌধুরী ভোটারদের ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে আনন্দঘন পরিবেশে ও প্রশাসনের কড়া নজরদারির মধ্য দিয়ে আজ ২৮ নভেম্বর দিনাপুরের ফুলবাড়ীতে সকাল ৮টা হতে

বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হবে।এবার ফুলবাড়ী উপজেলার ৭টি ইউনিয়নে ৭টি চেয়ারম্যন পদের বিপরিতে ২৬ জন, ২১টি

সংরক্ষিত মহিলা সদস্য পদের বিপরিতে ৮৭ জন ও ৬৩টি সাধারন সদস্য পদের বিপরিতে ২১৯ জনসহ মোট ৩৩৩ প্রার্থী এই ভোট যুদ্ধে অংশগ্রহন করেছেন।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন নিরোপক্ষ ও গ্রহণযোগ্য করতে উপজেলার সকল পর্যায়ের প্রশাসন তৎপরতা লক্ষ করা যায়। বাংলাদেশ নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মোতাবেক তৃতীয় ধাপে

ইউনিয়ন পরিষদ নির্বাচনে এবারেই প্রথম নির্বাচনের দিন সকালে ব্যালট পেপার কেন্দ্রে সরবরাহ করা হবে।

উপজেলা নির্বাহী অফিসার ও ইউনিয়ন পরিষদ রির্টানিং অফিসার মোঃ রিয়াজ উদ্দিন বলেন, আমরা নির্বাচন গ্রহণযোগ্য করতে ও সংঘাত এড়াতে প্রশাসনিক পর্যায়ে সকল প্রকার ব্যবস্থা গ্রহণ করেছি।

প্রতিটি কেন্দ্রে ৫ জন পুলিশ সদস্য, ১৭ আনসার সদস্য এছাড়াও ৩ প্লাটুন বিজিবি সদস্য, ১৪জন নির্বাহী ম্যাজিস্ট্রে, ৩ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক মাঠে থাকবেন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার ফুলবাড়ী সার্কেল মোঃ আসাদুজ্জামান বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আমাদের পুলিশ সদস্যদের পাশাপাশি দুই জন অতিরিক্ত পুলিশ সুপার, ইউনিয়ন

পর্যায় ৭ জন করে ইউনিক ফোর্স ঢহল দিবেন। এছাড়াও প্রতিটি ইউনিয়নে ১২ জন করে স্ট্রাইক ফোর্স ঢহল দিবেন।

উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রির্টানিং অফিসার মোঃ ওয়াজেদ আলী বলেন, ভোট সুশৃঙ্খল করতে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং এজেন্ট, যথাযথ ভাবে

যাচাই বাছাই করে কেন্দ্র গুলোতে নিয়োগ দেওয়া হয়েছে। সকল প্রকার অপ্রীতিকর পরিস্থিতি নিয়েন্ত্রনে প্রশাসনের সাথে ভোট কন্ট্রলরুমের যোগাযোগ নিরবিচ্ছিন্ন রাখা হয়েছে।

spot_img
এই বিভাগের অনান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

জনপ্রিয় সংবাদ