বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
spot_img
Homeসারাদেশচট্টগ্রামনোয়াখালীতে ট্রাক চাপায় নোবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু বিচারের দাবীতে ছাত্রদের সড়কে বিক্ষোভ

নোয়াখালীতে ট্রাক চাপায় নোবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু বিচারের দাবীতে ছাত্রদের সড়কে বিক্ষোভ

মোঃ জাহাঙ্গীর আলম  নোয়াখালীর সদর উপজেলার সোনাপুর বাস স্ট্যান্ডে ট্রাক চাপায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থী অজয় মজুমদারের মৃত্যুর ঘটনার

বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল করেছে সহপাঠীরা। মঙ্গলবার (৭ ডিসেম্বর) দুপুর সাড়ে ৩ টার দিকে সহপাঠীর মৃত্যুর ঘটনায় সোনাপুর জিরো পয়েন্টে ওই বিক্ষোভ করে নোয়াখালী বিজ্ঞান ও

প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থীরা। এ সময় তারা মর্মান্তিকভাবে সহপাঠীর মৃত্যুর প্রতিবাদ এবং জড়িতদের দ্রুত বিচার দাবি করে ‘উই ওয়ান্ট জাস্টিস’সহ বিভিন্ন স্লোগান দেয়।

সুধারাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাহেদ উদ্দিন শিক্ষার্থীদের বিক্ষোভের সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে এবং এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায়

আনার চেষ্টা চালাচ্ছে। উল্লেখ্য, মঙ্গলবার (৭ ডিসেম্বর) দুপুর ১টার দিকে সোনাপুর বাস স্ট্যান্ডে বাস থেকে নামার সাথে সাথে একটি দ্রুতগতির ঘাতক ট্রাক অজয় মজুমদারকে চাপায় নোবিপ্রবি

শিক্ষার্থী অজয়ের মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাইজদী শহরের গুডহিল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অজয় বিশ্ববিদ্যালয়ের ১৩

ব্যাচের ইনফরমেশন সাইন্স ও লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ছাত্র এবং সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নের বাদল চন্দ্র মজুমদারের ছেলে।

spot_img
এই বিভাগের অনান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

জনপ্রিয় সংবাদ