মিয়ানমারে সামরিক জান্তা সরকারের নিরাপত্তা বাহিনী নির্বিচারে গুলি চালিয়ে আরও পাঁচজনকে হত্যা করেছে।
শনিবার (৩ এপ্রিল) দেশটির তিনটি শহরে এ গুলিবর্ষণের ঘটনা ঘটে। এর মধ্যে মধ্যাঞ্চলীয় শহর মোনিওয়াতে ৩ জন, বাগো শহরে একজন এবং দক্ষিণাঞ্চলীয় শহর থাতোনে একজন পুলিশের গুলিতে মারা গেছে।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, শনিবার মোনিওয়া শহরে বিক্ষোভ মিছিলে নির্বিচারে গুলি চালায় জান্তা সরকারের পুলিশ বাহিনী।
নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে অং সান সু চিকে আটক করে গত ১ ফেব্রুয়ারি থেকে রাষ্ট্রক্ষমতা দখল করে মিয়ানমারের সেনাবাহিনী। এদিকে ক্ষমতা দখলের দিন থেকে আজকের হত্যাকাণ্ড নিয়ে ৪৬ শিশুসহ ৫৫০ জনকে গুলি করে হত্যা করেছে জান্তা সরকারের পুলিশ বাহিনী।