বুধবার, নভেম্বর ২৭, ২০২৪
spot_img
Homeসারাদেশচট্টগ্রামদীর্ঘ একযুগ পর অবশেষে সেনবাগে পৌরসভার ময়লা অপসারণ করলো পৌর মেয়র

দীর্ঘ একযুগ পর অবশেষে সেনবাগে পৌরসভার ময়লা অপসারণ করলো পৌর মেয়র

দীর্ঘ একযুগ পর অবশেষে নোয়াখালীর সেনবাগ পৌরসভার প্রবেশ মুখে জমানো ময়লারস্তুপ অপসারণ করলো সেনবাগ পৌরসভার নবনির্বাচিত মেয়র আবুর নাছের ভিপি দুলাল।
বৃহস্পতিবার দিবাগত শুক্রবার রাত ১টা থেকে ভোর ৪টা পর্যন্ত টানা চলে ওই ময়লা অপসারণ

কাজ। এসময় মেয়রের সঙ্গে ছিলের পৌরসভার প্যানেল মেয়র-১ কামাল উদ্দিন বাবুল সহ অন্যান্য কাউন্সিলর বৃন্দ। দীর্ঘ একযুগ পর নব নির্বাচিত মেয়র পৌরসভার প্রবেশ মুখ থেকে ময়লার স্তুপ অপসারণ করায় সকল শ্রেনী ও পেশার মানুষ তাকে সাধুবাদ জানিয়েছে।

উল্লেখ্য র্দীর্ঘ প্রায় একযুগ যাবত সেনবাগ পৌরশহরের সকল ময়লা সংগ্রহ করে পৌরসভার প্রবেশমুখ স্তুপ করে রাখতো সাবেক পৌরসভার মেয়র আবু জাফর টিপু। বিগত ২৮ নভেম্বর পৌরসভার নির্বাচনে আওয়ামীলীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী বর্তমান আবু নাছের ভিপি জনগনের

সঙ্গে অঙ্গিকার করেছিলেন তিনি মেয়র নির্বাচিত হলে শহরের প্রবেশ মুখের ময়লার বাঘাড় অপসারণ করবেন। ওই অঙ্গিকার হিসাবে তিনি দায়ীত্বভার গ্রহন করার পরপরই শুক্রবার প্রথম প্রহোরে নিজে উপস্থিত থেকে ময়লারস্তুপ অপসারণ করেন।

spot_img
এই বিভাগের অনান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

জনপ্রিয় সংবাদ