স্টাফ রিপোর্টার: টঙ্গীতে একটি অসহায় হতদরিদ্র পরিবার দীর্ঘদিন যাবৎ এলাকায় মাসুদ ও রুবেল মন্ডলের অত্যাচারে মিথ্যা মামলা দিয়ে হয়রানি হাত থেকে বাঁচতে সংবাদ সম্মেলন করেছে। গত
রোববার ৩১ জানুয়ারি টঙ্গীতে স্থানীয় সংবাদ কর্মীদের নিয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তবে শারিমন আক্তার জানান, টঙ্গী পশ্চিম থানাধীন তিলাগাতী এলাকায় তার স্বামী ছোট ভাই মাসুদ
মন্ডল ও তার চাচাতো ভাই রুবেল মন্ডল তার স্বামীর সম্পত্তি জোরপূর্বক দখল নিতে নানা পায়তারা করে আসছে। এরই জের ধরে বিগত বিভিন্ন সময়ে সন্ত্রাসী হামলা ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি
করছে। বিগত ২৬ জানুয়ারি টঙ্গী পশ্চিম থানা পুলিশ আমার স্বামীকে বাসা থেকে ধরে নিয়ে মাদক মামলা দিয়ে জেল হাজতে পাঠায়। এবং সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করার জন্য বিভিন্ন মিডিয়ায়
মাদক কারবারী হিসেবে সংবাদ প্রকাশ করে। এতে করে আমার পরিবারের ব্যাপক সুনাম ক্ষুন্ন হয়েছে। মাসুদ ও রুবেল মন্ডল এলাকায় প্রভাবশালী হওয়ার কারণে পুলিশ আমাদের কোন মামলা
না নিয়ে উল্টো আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। তাদের হাত থেকে বাঁচাতে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার আকুল আবেদন ঘটনার বিষয় সুষ্ঠ তদন্তের মাধ্যমে ন্যায় বিচার প্রার্থনা করছি।