শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
spot_img
Homeজাতীয়প্রথমবারের মতাে ইভিএমে ভােট: চিলমারীতে ভােটগ্রহণ সম্পন্ন

প্রথমবারের মতাে ইভিএমে ভােট: চিলমারীতে ভােটগ্রহণ সম্পন্ন

কুড়িগ্রামের চিলমারীতে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে ইলেক্ট্রিক ভােটিং মেশিন (ইভিএম) ভােট দিয়েছেন ভােরটাররা। পছন্দের প্রার্থীকে ভােট দিতে শীতকে উপেক্ষা করে ভােটকেন্দ্রে
এসেছেন নারী ও পুরুষ ভােটাররা। তবে প্রথম বারের মতাে ইভিএম মেশিন ভােটগ্রহণ অনুষ্ঠিত হওয়ায় ব্যাপক প্রচারণা, ভােটারদের অসচেতনা ও যান্ত্রিক ত্রুটির কারণে ভােটগ্রহণ ধীরগতি লক্ষ
করা গেছে। থানাহাট পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় ও থানাহাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, পুরুষদের সাথে সমান তালে পছন্দদের প্রার্থীকে ভােট দিতে লাইনে
দাঁড়িছেন নারী ভােটাররাও। নারী ভােটার মরিয়ম বেগম (৫৫) জানান, ঘুম থেকে উঠে পছন্দদের প্রার্থীকে ভােট দিতে এসেছি। তবে আশা করি যেই চেয়ারম্যান হবেন, তিনি যেন সবসময় আমাদের
পাশে থাকেন। পুরুষ ভােটার রেজাউল করিম জানান, সকাল-সকাল ভােট দিয়েছি কারণ হাতে অনেক কাজ আছে, এখন ভােট না দিলে আর ভােট দেওয়া হতো না। সােমবার (৩১ জানুয়ারি) ৬ষ্ঠ
ধাপে চলছে উপজেলার ৫টি ইউনিয়নে নির্বাচন। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে এ ভােটগ্রহণ। ইলেক্ট্রিক ভােটিং মেশিন (ইভিএম) এ ভােট দিয়েছেন ভােটাররা।  প্রতিটি ইউনিয়নে
শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের জন্য র‍্যাব, পুলিশ, আনসার ও বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করার জন্য ৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা
হয়েছে। নিবার্চনী পরিবেশ দেখতে জেলা প্রশাসক মােহাম্মদ রেজাউল করিম ও পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা বিভিন্ন ভােট কেন্দ্রে পরিদর্শন করেছেন।
spot_img
এই বিভাগের অনান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

জনপ্রিয় সংবাদ