মোজাম্মেল আলম সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার ৭ ইউনিয়নে অনুষ্ঠিত ৭ম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রার্থীর ভরাডুবি হয়েছে। জয়লাভ করেছে আওয়ামী লীগের ৪ বিদ্রোহী প্রার্থী ও বিএনপি সমর্থিত ৩ প্রার্থী। এছাড়া নৌকার ২ প্রার্থীসহ মোট
১৪জন চেয়ারম্যান প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল সোমবার (৭ ফেব্রুয়ারী) রাত সাড়ে ১১টায় উপজেলা নির্বাচন কর্মকর্তা মঞ্জরুল হক নির্বাচনের ফলাফল ঘোষনা করেন। বিজয়ী প্রার্থীরা হলেন- উপজেলার বাদাঘাট ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী
নিজাম উদ্দিন (ঘোড়া), উত্তর বড়দল ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী মাসুক মিয়া (ঘোড়া), দক্ষিণ বড়দল ইউনিয়নে বিদ্রোহী প্রাথী ইউনুছ আলী (মোটর সাইকেল), বালিজুরী ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী আজাদ হোসেন (আনারস), তাহিরপুর সদর ইউনিয়নে বিএনপি সমর্থিত প্রার্থী জুনাব আলী (ঘোড়া), উত্তর
শ্রীপুর ইউনিয়নে বিএনপি প্রার্থী আলী হায়দার (চশমা) ও দক্ষিণ শ্রীপুর ইউনিয়নে বিএনপি প্রার্থী আলী আহমদ মোরাদ (ঢোল)। আজ মঙ্গলবার (৮ ফেব্রুয়ারী) বিকাল ৪টায় নির্বাচন অফিস জানায়- নির্বাচনের নিয়ম অনুযায়ী মোট ভোটের ৮ ভাগের এক ভাগ ভোট না পাওয়ায় বাদাঘাট ইউনিয়নে
আওয়ামী লীগের নৌকা প্রার্থী সুজাত মিয়া (৪৫৬ ভোট), বোরহান উদ্দিন (২০৩ ভোট), গোলাম রব্বানী (৬৯ ভোট), সোহাগ মিয়া (১১ ভোট) , তাহিরপুর সদর ইউনিয়নে হোসাইন শরীফ বিপ্লব (১২৭ ভোট), বাচ্চু মিয়া (৬০ ভোট), উত্তর বড়দল ইউনিয়নে রুহুল আমিন (২৩৭ ভোট), মলয়
হোসেন (৪ ভোট), একিনুর মিয়া (৬৪ ভোট), শাহাব উদ্দিন (৫ ভোট), সিরাজ মিয়া (১৬ ভোট), হোসেন আলী (৮ ভোট), দক্ষিণ বড়দল ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী সাইফুল ইসলাম (৭৬৯ ভোট) ও উত্তর শ্রীপুর ইউনিয়নে খাইরুল বাসার (১৪১২ ভোট) এর জামানত বাজেয়াপ্ত হয়েছে।
এঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাচন কর্মকর্তা মঞ্জরুল হক বলেন- গতকাল সোমবার (৭ ফেব্রুয়ারী) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ ভাবে জেলার তাহিরপুর উপজেলার
৭টি ইউনিয়নের ৭১টি ভোট কেন্দ্রের মাধ্যমে ভোট নেওয়া হয়। এই নির্বাচনে চেয়ারম্যান পদে ৪৪জন ও সদস্য পদে ২৯৩জনসহ সংরক্ষিত নারী সদস্য পদে ১০০জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেছেন।