বশির আলম.গাজীপুরে করোনাভাইরাস মোকাবেলার পাশাপাশি ডেঙ্গুজ্বরের বাহক এডিস মশা নির্মূলের জন্য মশকনিধন কর্মসূচির উদ্যোগ নিয়েছেন সিটির ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ।
মঙ্গলবার বিকালে তিনি নগরীর ৫৭ নম্বর ওয়ার্ডে টঙ্গী বাজার এলাকায় ওষুধ ছিটিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন।
এ সময় মেয়র বলেন, সিটি কর্পোরেশনে ডেঙ্গু মশা নির্মূলের জন্য এ ব্যবস্থা নেয়া হয়েছে। ফগার মেশিনের মাধ্যমে ৫৭টি ওয়ার্ডের প্রতিটি পাড়া মহয়ায় এডিস মশার ওষুধ ছিটানো হবে।
তিনি নগরবাসীকে পরিচ্ছন্ন থাকার আহ্বান জানিয়ে বলেন, ডেঙ্গ প্রতিরোধে নগরীর প্রত্যেক নাগরিককে সচেতন হতে হবে।
নিজ নিজ বাড়ির আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সকলের প্রতি আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন ৫৭ ওয়ার্ড কাউন্সিলর গিয়াস উদ্দিন সরকার, ৫৪ নং ওয়ার্ড কাউন্সিলর নাসির উদ্দিন
মোল্লা,৫৬ নং ওয়ার্ড কাউন্সিলর আবুল হোসেন,৫০ নং ওয়ার্ড কাউন্সিলর আবু বক্কর সিদ্দিক, টঙ্গী বাজার চাউল সমিতি, সোনাভান মার্কেট কমিটি, বণিক সমিতির নেতৃবৃন্দ ও গাজীপুর সিটি
কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। টঙ্গী বাজার নদীরপাড় কে শোভা ও সৌন্দর্যময় করে তোলার জন্য ৩টি গাছ লাগিয়ে গাছ বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন।