খালিয়াজুড়িতে নব নির্বাচিত চেয়ারম্যান স্বাধীনের বিরুদ্ধে অবৈধভাবে খাস জমি দখলের অভিযোগ
নেত্রকোনা প্রতিনিধিঃ
সৈয়দ সময় নেত্রকোনা জেলায় খালিয়াজুড়ি উপজেলার গাজীপুর ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান আব্দুর রউফ স্বাধীন ও আলী জাহান চৌধুরীর বিরুদ্ধে নেত্রকোনা জেলা প্রশাসক
বরাবরে খাস জমি দখলের লিখিত অভিযোগ করেন একই এলাকার ইসমাইলের পুত্র ইদ্রিস মিয়া।
১৩ ফেব্রুয়ারী রবিবার ১০০০৮২৭২২০২১৩০০২ নং লিখিত অভিযোগে জানা যায়, গাজীপুর
ইউনিয়নের পাঁচহাট বাজারের দক্ষিণ পাশে পাঁচহাট মৌজায় ১ নং খতিয়ানে বি. আর. এস. ২১৭০ দাগে প্রায় ২০ একর খাস জমি রয়েছে। এতে কারো দখলদার নেই। খাস জমিটির অভিযুক্ত জায়গা
দখল করে বেআইনি মালিকানা স্বীকার করে উক্ত জমিতে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাটি ভরাট করে আসছে। অভিযোগকারী আরো জানান, অভিযুক্তরা এলাকার মৃত. জজ মিয়ার ছেলে আলতু,
মৃত্য. সাধু মিয়া ছেলে মাইন উদ্দিন, নেকবরের ছেলে কাদির , নুর রহমান চৌধুরীর ছেলে খোকা ও ৮ নং ওয়ার্ডের নব নির্বাচিত ইউপি. সদস্য হারুন সহ আরো কিছু সংখ্যক লোকজন নিয়ে এই
ভূমিখেকু অবৈধ কায্যক্রম চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে জানতে চাইলে স্বাধীন চেয়ারম্যান বলেন, আমি এ ব্যাপারে কিছুই জানি না। কোন অবৈধ কাজ করি না বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঠিক তদন্ত করে
দোষীব্যক্তিদের শাস্তির দাবি করেন। অপর অভিযুক্ত আলী জাহান চৌধুরীর সাথে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। গাজীপুর ইউনিয়ন নাইব পলাশ বলেন, অবৈধ ভূমি দখলের অভিযোগ সত্য , অভিযুক্তদের নিষেধ করার পরও বাজারের সরকারি খাস জমি দখলে মাটি ভরাট করে আসছে।