শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
spot_img
Homeআইন-অপরাধকোম্পানীগঞ্জে অটোরিকশা চুরি করে পালানোর সময় এক পুলিশ সদস্য আটক

কোম্পানীগঞ্জে অটোরিকশা চুরি করে পালানোর সময় এক পুলিশ সদস্য আটক

মোঃ জাহাঙ্গীর আলম  নোয়াখালীর কোম্পানীগঞ্জে ব্যাটারি চালিত অটোরিকশা চুরি করে পালানোর সময় জিয়া উদ্দিন পারভেজ (২৩) নামের এক পুলিশ সদস্যকে হাতেনাতে আটেক করে

গণপিটুনি দিয়ে পুলিশ দিয়েছে এলাকবাসী। আটককৃত জিয়া উদ্দিন পারভেজ নোয়াখালী পুলিশ লাইন্সে কমর্রত পুলিশ কনস্টেবল। তাঁর ব্যাচ নং-৭৪৩। সে চট্রগ্রামের মিরসরাই উপজেলার কচুয়া

গ্রামের তাজুল ইসলামের ছেলে। গতকাল রোববার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা ইউনিয়নের বটতলা এলাকায় ওই ঘটনাটি ঘটেছে।

পুলিশ ও স্থানীয় জানায় ,১০ দিনের নৈমিত্তিক ছুটিতে থাকা অবস্থায় গতকাল রেবাবর রাত ৯টার দিকে পুলিশ সদস্য জিয়া উদ্দিন পারভেজ পূর্ব পরিকল্পনা অনুসারে উপজেলার মুছাপুর

ইউনিয়নের বাংলা বাজার থেকে একটি অটোরিকশা ভাড়া নেয়। একপর্যায়ে ওই অটোরিকশা যোগে পার্শ্ববর্তী চরফকিরা ইউনিয়নের বটতলা এলাকায় গিয়ে অটোচালকের চোখে মুখে মরিচের গুড়া

ছিটিয়ে রিকশা নিয়ে পালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উপজেলার চরফকিরা ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের মুক্তিযোদ্ধা বাজার এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে। ওই সময় ভুক্তভোগী

অটোচালকের শৌর-চিৎকারে স্থানীয় এলাকাবাসী এগিয়ে এসে অটো চোর পুলিশ সদস্যকে হাতেনাতে আটক করে এবং ঘটনাস্থল থেকে একটি মরিচের গুড়ার পলিথিন উদ্ধার করে।

ঘটনাস্থলের পাশে থাকা সেনাবাহিনী ক্যাম্পের একাধিক সদস্য ঘটনাস্থলে আসেন এবং অভিযুক্ত ব্যক্তির বক্তব্য শুনে পুলিশে খবর দেন। এ সময় তাঁর সাথে থাকা ব্যাগে একসেট ইউনিফরম ছিল।

খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাজ্জাদ রোমন ঘটনাস্থলে গেলে রাত ১২টার দিকে স্থানীয় লোকজন আটক ওই ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দেন। ওই সময় ওসি

এলাকাবাসীর রোষানলে পড়েন। একই সাথে উত্তোজিত এলাকাবাসী পুলিশের বিরুদ্ধে আপত্তিকর শ্লোগান দিতে থাকেন।

spot_img
এই বিভাগের অনান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

জনপ্রিয় সংবাদ