রাস্তার সংকটে অসহায় জীবন যাপন প্রায় শতাধিক পরিবার টঙ্গীতে রাস্তা বন্ধ করে বাউন্ডারী নির্মাণ

টঙ্গী গাজীপুর 

১০১

বশির আলম টঙ্গীর ৫৩ নম্বর ওয়ার্ড বড় দেওড়া হাজী বাড়ি এলাকার চলাচলের রাস্তাটি বন্ধ করে বাউন্ডারী নির্মাণ করার কারণে, রাস্তা সংকটে অসহায় হয়ে পড়েছে ওই এলাকার বসবাসকারী প্রায় শতাধিক পরিবার। গতকাল সোমবার দুপুরে টঙ্গীর বড় দেওড়া হাজী বাড়ি এলাকারর রাস্তাটিতে

গিয়ে এমন দৃশ্য চোখে পড়ে। এলাকায় ঘুরে জানা যায়, টঙ্গীর চেরাগ আলী থেকে দেওড়া প্রধান সড়ক থেকে শাখা রাস্তায় বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে অগত লোকজন জমি ক্রয় করে বাড়ি নির্মাণ করে প্রায় বিশ বছর যাবত বসবাস করে আসছেন। সাবেক পৌর সভার প্লান মোতাবেক

৬ফিট চলাচল রাস্তা অনুমোদন থাকা সত্বে রাস্তাটি ব্যবহার করে সরকারি বিধি মোতাবেক গ্যাস, বিদ্যুৎ, সংযোগ নিয়ে সুখে শান্তিতে বসবাস করে আসছে প্রায় শতাধিক পরিবার। হঠাৎ করে মূল সড়কের পাশের জমির মালিক নূরুল ইসলাম তার জমিতে বাউন্ডারী ওয়াল দিয়ে কারখানা নির্মাণ

করার অভিযোগ তুলেন এলাকাবাসী। নির্মাণ করা সময় পৌর প্লানের চলাচলের মূল রাস্তাটি বন্ধ করে দেওয়া হয়। তৎকালিন সময় স্থানীয় জনপ্রতিনিধির কাছে বিভিন্ন ভাবে যোগাযোগ করে কোন প্রতিকার পাওয়া যায়নি। এবিষয়ে ভোক্তভোগী সাফয়া, রানু আরা বেগম, রোকেয়া বেগম, রহিমা

খাতুন, আবুল কালাম, আবুল খায়ের বলেন, এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তিদের সহযোগিতায় আমাদের ৫৩ নম্বর ওয়ার্ডের বড় দেওড়া হাজী বাড়ি এলাকার চলাচলের রাস্তাটি বন্ধ করে দেওয়া হয়েছে। তখন আমাদের কাছে মোটা অংকের টাকা দাবী করেছিলো তৎকালীয় সময়ের স্থানীয়

যুবলীগ নেতা কামাল। আমরা টাকা দিতে না পারায় আমাদের এত বড় ক্ষতি করেছে তারা। বর্তমানে চলাচলের সমস্যার কারণে আমাদের কোন ভাড়াটি বাাসা ভাড়া নিচ্ছে না বরং বাসা ছেড়ে চলে যাচ্ছে। কেউ যদি মারা যায় তাহলে লাশটিও বাড়ি থেকে বের করা সম্বভ হবে না, রাস্তা না থাকার

কারণে। রাস্তাটি নিয়ে একাধিক বার স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে সমাধানের জন্য যাওয়া হলে এর কোন প্রতিক্রিয়া মিলেনি। আমরা প্রায় শতাধিক পরিবার রাষ্ট্রের সকল প্রকার ভ্যাট, ট্যাক্স পরিশোধ করেও নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। রাষ্ট্রের নাগরিকদের কল্যাণে সরকার গ্রামকে শহর গড়ার

প্রত্যায় রাস্তা ঘাট, ড্রেনেজ ব্যবস্থাসহ বিভিন্ন উন্নয়ন মূল্যক কাজ করে যাচ্ছে। গাজীপুর সিটি কর্পোরেশনের ব্যাপক উন্নয়ন কর্মযক্ত থাকা সত্বেও ৫৩ নং ওয়ার্ড কাউন্সিলর এই রাস্তার বিষয়ে কোন সমাধান এখনো করতে পারেনি। আমরা খুবই অবহেলিতো, করুন এই দূর্দর্ষা থেকে মুক্তি

পেতে গাসিক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরনসহ সংশিষ্ট দপ্তরের কাছে আমরা নাগরিক হিসেবে ন্যায় সঙ্গত ভাবে দখল মুক্ত করে, রাষ্ট্রিয় বিধি মোতাবেক নাগরিক সুবিধা থেকে যেন বঞ্চিত

না হই। এবিষয়ে ৫৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সোলেমান হায়দার বলেন, এবিষয়ে আমি কোন লিখিত অভিযোগ পাইনি। এলাকাবাসী যাদি আমাকে অবগত করে তাহলে বসে সমাধানের চেষ্টা করবো।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.