সুনামগঞ্জে মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থের মোড়ক উন্মোচন

সুনামগঞ্জ প্রতিনিধি:

১২৬

মোজাম্মেল আলম ভূঁইয়া- সুনামগঞ্জে মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থ ‘ মুক্তিযুদ্ধে আমেরিকান বন্ধুরা’ এর মোড়ক উন্মোচন করা হয়েছে।

এউপলক্ষে আজ শনিবার (১৯ ফেব্রুয়ারী) দুপুরে সুনামগঞ্জ পৌর শহরের জগলুল মিলনায়তনে সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সুনামগঞ্জ ৪ আসনের এমপি এডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ।

তিনি বলেন- মুক্তিযুদ্ধ ও জাতির জনককে স্বীকার করে এদেশে রাজনীতি করতে হবে। তরুন প্রজন্মকে মুক্তিযুদ্ধ সম্পর্কে সঠিক ধারণা দিতে মুক্তিযুদ্ধ বিষয়ক বইয়ের কোন বিকল্প নেই।

আমাদের যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক এডভোকেট রনেন্দ্র তালুকদার পিংকুর লেখা ‘মুক্তিযুদ্ধে আমেরিকান বন্ধুরা’ গ্রন্থটি পড়লে মুক্তিযুদ্ধ সম্পর্কে অনেক কিছু জানা যাবে।

মুক্তিযুদ্ধ নিয়ে যার যার জায়গা থেকে গবেষণা, লেখালেখি ও পড়াশোনা চালিয়ে যেতে হবে।
অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন- সুনামগঞ্জ পৌর মেয়র নাদের বখত, সদর উপজেলা পরিষদ

চেয়ারম্যান খায়রুল হুদা চপল, জেলা পরিষদ সদস্য সেলিনা আবেদীন, পৌর কাউন্সিলর সামিনা চৌধুরী, শিক্ষাবিদ কোহিনুর আক্তার প্রমুখ।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.