মোঃ জাহাঙ্গীর আলম,নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কাজিরহাট দক্ষিণ বাজারে শুক্রবার গভীর রাতে ভয়াবহ এক অগ্নিকান্ডের ঘটনায় ১৩টি ব্যবসা প্রতিষ্ঠান দোকান পুড়ে ছাঁই হয়ে গেছে।
এতে প্রায় কোটি টাকার সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের ।
ওই অগ্নিকান্ডে ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত শুক্রবার রাত সাড়ে ৩টার
দিকে বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের কাজিরহাট বাজারের কলেজ গেইট সংলগ্ন এলাকায়। খবর পেয়ে চৌমুহনী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে প্রায় দুইঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
কিন্তু ততক্ষনে ওই ১৩টি দোকান পুড়ে ছাঁই হয়ে যায়। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ দোকান গুলো হচ্ছে ঃ -অপূ টেইলর, রিজু ষ্টুডিও ,মমিন ষ্টোর, তানফি ক্লথ ষ্টোর এন্ড সবুজ ট্রেইলার, সফি লন্ড্রি, নাহিমা-
মুক্তি ষ্টোর, রাইট চয়েজ, বিসমিল্লাহ কসমেটিকস ষ্টোর , মোহনা হার্ডওয়ার, মক্কা মদিনা সাজ ঘর, একতা লাইব্রেরী এন্ড কম্পিউটার সেন্টার, আবুল কালাম হোটেল, মোস্তফা ফার্ণিচার ।
চৌমুহনী ফায়ার সার্ভিসের স্টেশনের লিডার ইমরান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন গভীর রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে প্রথমে একটি দোকানে আগুনের সূত্রপাত হয়।
মুহূর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়লে আরও ১২ দোকান পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে চৌমুহনী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এর আগে,হার্ডওয়্যার,কসমেট্রিক্সস,মুদি দোকানসহ ১৩ দোকান পুড়ে যায়। তদন্ত শেষে ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো হবে।