শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
spot_img
Homeসারাদেশবরিশালশিবগঞ্জে হা-ডু-ডু খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষকে মারপিট করে ৪৮হাজার টাকা ছিনিয়ে নেওয়ার...

শিবগঞ্জে হা-ডু-ডু খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষকে মারপিট করে ৪৮হাজার টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় অভিযোগ

বগুড়ার শিবগঞ্জ উপজেলার জালাপাড়া গ্রামে হা-ডু-ডু খেলায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে দুই পক্ষের মধ্যে বাকবিতন্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ে দুই পক্ষের

মধ্যে মতবিরোধ সৃষ্টি হয়। এ ঘটনার প্রেক্ষিতে মারপিটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে জাহিদুলের স্ত্রী রাবেয়া বেগম বাদী হয়ে শিবগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।

জানা যায়, গত বৃহস্পতিবার উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়নের পলিগাঁথী গ্রামের মৃত আবেদ আলীর ছেলে জাহিদুল (৬৫) বুড়িগঞ্জ বাজার মসজিদে মাগরিবের নামাজ শেষ করে বাহির হলে প্রতিপক্ষরা

ঘটনার জের ধরে পূর্ব পরিকল্পিতভাবে দলবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে পলিগাঁথী গ্রামের মোঃ হাফিজার রহমানসহ তার ছেলে মোঃ আশাফুল ইসলাম (২৫), মোঃ আতাউল (২২), মিজানুর

রহমানের ছেলে মোঃ শিপন মিয়া (২৩) সহ অজ্ঞাতনামা ১০/১৫ জন অর্তকৃতভাবে হামলা চালায়। এলাকাবাসী মূমুর্ষূ অবস্থায় জাহিদুলকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তী করে দেয়।

জাহিদুল ইসলাম বলেন, আমাকে হত্যার উদ্দেশ্য হাফিজার রহমান ও তার সহযোগীরা হামলা চালিয়ে আটচল্লিশ হাজার টাকা ছিনিয়ে নেয়।

এবিষয়ে শিবগঞ্জ থানার ওসি দীপক কুমার দাস বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

spot_img
এই বিভাগের অনান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

জনপ্রিয় সংবাদ