সেনবাগে একটি পরিবারের ১৭৭ শতাংশ ভূমি নিয়ে দ্বন্ধ চরমে,পরস্পরকে দায়ী করে সংবাদ সম্মেলন 

নোয়াখালী প্রতিনিধি:

৬২

মোঃ জাহাঙ্গীর আলম.নোয়াখালীর সেনবাগ উপজেলার ৭নং মোহাম্মদপুর ইউপির সেবারহাট বাজার ও রাজারামপুর গ্রামে একটি পরিবারের ১৭৭ শতাংশ ভূমি বন্টন নিয়ে ভাই-বোনদের মধ্যে

দ্বন্ধ চরম আকার ধারন করেছে। মঙ্গলবার (১মার্চ) সকালে সেবারহাট বাজারের একটি এতিমখানায় আব্দুর রাজ্জাকের ছোট ছেলে আবুল খায়ের, মেয়ে নাতী এক সংবাদ সম্মেলনে করে মেঝ ভাই

আবুল কালাম ও ভাতিজা সৌরভের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠান জবর দখল,হত্যার হুমকি ও সাজানোর মামলা দিয়ে হয়রানির অভিযোগ আনে।

অপর দিকে দ্বিতীয় পক্ষ আবুল কালাম ও তার ছেলে সাইফুল ইসলাম সৌরভ তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন তাদের পারিবারিক সম্পত্তি বন্টক না করে আবুল খায়ের

জোর করে দখল করে রেখেছে। এছাড়াও আদালতের দেওয়া স্থগিতাআদেশ অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান দখল ও লুটপাটের ঘটনা ঘটাচ্ছে। সাংবাদিক সম্মেলন চলাকালে আবুল খায়েরের বক্তব্য

প্রতিপক্ষ সাইফুল ইসলাম সৌরভ তার মোবাইল ফোনে রেকর্ড করার সময় খায়েরের লোকজন তার মোবাইলফোন কেড়ে নেওয়ায় সৌরভের সঙ্গে আবুল খায়েরের লোকজনের হাতাহাতির ঘটনা ঘটে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আব্দুর রাজ্জাকের ছোট ছেলে আবুল খায়ের, বড় মেয়ে তৈয়বের নেছার ছেলে ফারুক, ও পেয়ারা বেগম । আবুল কালামের বড় ছেলে সাইফুল ইসলাম সৌরভ বলেন,

পুরো পরিবারের মধ্যে জমিজমা নিয়ে ঝামেলা থাকায় আদালত কর্তৃক ১৪৪ ধারা জারি রয়েছে।

তিনি আরো বলেন তারা আদালতের স্থগিতাদেশ ভঙ্গ করে বিভিন্ন জমিজমা ব্যবসা বাণিজ্য দখল করে নেওয়ার জন্য চেষ্টা করছে।

এ কারনে এসব পরিবারের মধ্যে জমিজমা সুষ্ট বন্টন না হলে ভবিষ্যতে এনিয়ে রক্ষক্ষয়ী সংঘর্ষের আশংকা করছেন। এই জন্য তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।

উল্লেখ্য সম্প্রতি এই বিষয় নিয়ে সেবারহাট বাজারে তাদের কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট, ভাংচুর ও ডাকাতি হওয়ার মতো ঘটনা ঘটিয়েছে একে অপরের বিরুদ্ধে।এসময় আরো বক্তব্য রাখেন, আবুল কলাম ও শওকত হোসেন।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.