শুক্রবার, সেপ্টেম্বর ২০, ২০২৪
spot_img
Homeআইন-অপরাধসুর্বনচরে শ্যালককে পিটিয়ে হত্যা করলে দুলাভাই

সুর্বনচরে শ্যালককে পিটিয়ে হত্যা করলে দুলাভাই

মোঃ জাহাঙ্গীর আলম নোয়াখালীর সুবর্ণচরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মোঃ রাশেদ (১৯) নামের শ্যালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে দুলাভাই তফজল বিরুদ্ধে । নিহত মোঃ রাশেদ (১৯) উপজেলার ৮নং মোহাম্মদপুর ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের আদর্শ কলোনীর মৃত মোঃ সাহাব

উদ্দিন ওরফে শাকুর ছেলে এবং পেশায় একজন জেলে ছিলেন। গতকাল বৃহস্পতিবার (৩মার্চ) রাত পৌনে ৯টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বাতেন মার্কেট সংলগ্ন আদর্শ কলোনীতে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত দুলাভাই তফজল পলাতক রয়েছে। তফজল একই

এলাকার এনামুল হকের ছেলে। নিহতের বোন সুরমা ও খালা গুনাই বিবি অভিযোগ করে বুলেন, তফজল রাশেদের খালাতো বোনের জামাই। তারা একই কলোনীতে বসবাস করে। পাওনা টাকা ও চুরির ঘটনা এবং পূর্ব বিরোধ নিয়ে তফজলের সঙ্গে কয়েক দিন আগে শ্যালক রাশেদের বিরোধ

দেখা দেয়। এর জের ধরে গত বুধবার ২মার্চ বিকেলে রাসেদকে পিঁড়ি দিয়ে মাথায় আঘাত করে গুরুত্বর আহত করে তফজল। এরপর বৃহস্পতিবার রাত ৮টার দিকে আদর্শ কলোনীর হাসেম মাঝির বসত ঘরে রাশেদকে আটক করে পুনরায় তফজল,হাসেম মাঝি ও তাঁর স্ত্রী চামেলা বেধড়ক

মারধর করে। এতে গুরুত্বর আহত হন রাসেদ। একপর্যায়ে রাশেদ হামলাকারীদের হাত থেকে ছাড়া পেয়ে বসত ঘরের সামনে এসে মাটিতে লুটিয়ে পড়ে সেখানেই মারা যায়। এ বিষয়ে জানতে চাইলে চরজব্বর থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এএসআই) মোশারেফ হোসেন জানান, খবর

পেয়ে রাত সাড়ে ৩টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। শুক্রবার সকালে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের

মর্গে পাঠানো হবে। পরবর্তীতে ভুক্তভোগী পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে এ ঘটনায় আইনগত প্রদক্ষেপ নেওয়া হবে।

 

spot_img
এই বিভাগের অনান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

জনপ্রিয় সংবাদ