শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
spot_img
Homeআইন-অপরাধকুড়িগ্রাম সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ৬০ লাখ টাকার জন্মনিয়ন্ত্রণ বড়ি আটক

কুড়িগ্রাম সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ৬০ লাখ টাকার জন্মনিয়ন্ত্রণ বড়ি আটক

কুড়িগ্রামের নাগেশ্বরী সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় বিপুল পরিমান জন্মনিয়ন্ত্রণ বড়ি আটক করেছে বিজিবি। এসব জন্মনিয়ন্ত্রণ বড়ি বাংলাদেশ সরকারের পরিবার পরিকল্পনা বিভাগের বলে জানা গেছে। যার আনুমানিক মূল্য প্রায় ৬০ লাখ টাকা। এ সময় বিজিপি ১০০ লিটার ডিজেলও

আটক করেন। ঔষধ আটকের ঘটনায় সীমান্ত এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট সীমান্তরক্ষী বর্ডার গার্ড বাংলাদেশ ( বিজিবি) জানায়, তাদের নিজস্ব গোয়েন্দা শাখার সদস্য নায়েক রফিকুল ইসলামের দেয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাত আনুমানিক ৮ টার দিকে মাদারগঞ্জ বিওপি

কমান্ডার দেলওয়ার হোসেনের নেতৃত্বে সীমান্ত লাগোয়া বল্লভেরখাষ ইউনিয়নের জালিয়ার চর এলাকার ১০৩৩ নম্বর আন্তজার্তিক সীমানা পিলারের ৩শ গজ বাংলাদেশের অভ্যন্তরে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ জন্মনিয়ন্ত্রণ বড়ি ও ১০০ লিটার ডিজেল আটক করা হয় । এসময় বিজিবি’র

উপস্থিতি বুঝতে পেরে চোরাকারবারীরা গঙ্গাধর নদে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। আটককৃত বড়ির পরিমান ৯৯ হাজার ৯শ পাতা। যার বর্তমান বাজার মূল্য ৫৯ লাখ ৯৮ হাজার ২০০টাকা। এসব বড়ির পাতা ১০টি বস্তায় প্যাকেট করা ছিলো। অপরদিকে আটক ৪টি ড্রামে থাকা ডিজেলের

পরিমান ১০০লিটার। যার বাজার মূল্য ৮হাজার টাকা। আটককৃত জন্মনিয়ন্ত্রণ বড়ি ও ডিজেলের মোট মূল্য ৬০ লাখ ৬হাজার ২০০টাকা। বড়ি ও ডিজেল আটকের পরদিন বুধবার সকালে ভূরুঙ্গামারী উপজেলার জয়মনিরহাট শুল্কগুদামে জমা দেয়া হয়। কুড়িগ্রাম ২২বিজিবি ব্যাটেলিয়ান

এর অধীন মাদারগঞ্জ বিওপি কমান্ডার দেলওয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া জম্ননিয়ন্ত্রণ বড়িসহ ডিজেল আটক করা গেলেও

চোরাকারবারীরা পালিয়ে যেতে সক্ষম হয়। আটককৃত মালামাল জয়মনির হাট শুল্কগুদামে হস্তান্তর করা হয়েছে।

spot_img
এই বিভাগের অনান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

জনপ্রিয় সংবাদ