রতন মিয়াঃ মৎস্য অধিদপ্তরাধীন “জলাশয় সংস্কারের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষে শীর্ষক” প্রকল্পের অর্থায়নে ২০২১-২২ অর্থবছরে সদর উপজেলার আমতলা ইউনিয়নের নয়াপাড়া গ্রামের নয়াপাড়া খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা
আক্তার । এ সময় উপস্থিত ছিলেন , নেত্রকোণা সদর উপজেলা মৎস্য অফিসার দেবাশীষ ঘোষ , খালের ২টি অংশ পুনঃ খনন কাজে পিআইসির সভাপতি নেত্রকোণা জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোঃ রুবেল মিয়া ও মোঃ রিপন মিয়া, জেলার মৎস্য লীগের সাধারণ সম্পাদক আলমগীর
হাসান,৫ নং ওয়ার্ডের মেম্বার মোখলেছুর রহমান,আমতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভূট্টু মিয়া,পিটুয়া প্রাকঃ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ হেলাল উদ্দিনসহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ। এ শুভ উদ্ধোধন প্রকল্পের পুনঃখনন কাজের পরিমাণ ১.৩হেক্টর (১নং
অংশ ). ৮হেক্টর (২নং অংশ) যার বরাদ্দ ২৬ লক্ষ টাকা। এ সময় নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তার বলেন, এ খালটিতে যেন খালের প্রাকৃতিক রুপ ফিরে আসে এবং পানির প্রবাহ যেন ঠিক থাকে সেদিকে সবাইকে লক্ষ্য রাখার অনুরোধ করেন। পুরোপুরি সুবিধা এলাকাবাসী পাবেন যদি
সঠিকভাবে খনন কাজ সম্পন্ন করা হয়। জায়গা কারো দখলে থাকলে সরকারি কাজের স্বার্থে তা ছেড়ে দিতে হবে। এছাড়া ৫নং ওয়ার্ডের মেম্বারের উদ্দেশ্য তিনি আরও বলেন, নিজ উদ্যোগে খালের
পাশে যে রাস্তাটা রয়েছে তা যেন খালের মাটি নিয়ে এলাকার মানুষের চলাচলের উপযোগী করার ব্যবস্থা করেন।