রবিবার, নভেম্বর ২৪, ২০২৪
spot_img
Homeআইন-অপরাধরৌমারীতে পুলিশ কনস্টেবলের আত্মহত্যার ঘটনায় মরদেহ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ

রৌমারীতে পুলিশ কনস্টেবলের আত্মহত্যার ঘটনায় মরদেহ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ

কুড়িগ্রামের রৌমারীতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনায় নিহত পুলিশ কনস্টেবল আব্দুর রহিমকে মঙ্গলবার (২৯মার্চ) সকালে ময়নাতদন্তের জন্য রৌমারী থেকে নৌকাযোগে কুড়িগ্রাম মর্গে
প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী রৌমারী থানায় এজাহার দায়ের করলে সেটি ইউডি মামলা হিসেবে গ্রহন করা হয়েছে বলে ওসি মুনতাসির বিল্লাহ নিশ্চিত করেছেন। নিহতের স্ত্রী সাবিনা
ইয়াসমিন শিল্পী জানান, তার স্বামী মানসিকভাবে অবসাদগ্রস্ত ছিলেন। এছাড়াও বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। চাকরীর পাশাপাশি তিনি কনজুমার ব্যবসার সাথে জড়িত ছিলেন। তার অসুস্থতার কথা
জেনে থানা থেকে তাকে ২৮ দিনের ছুটি মঞ্জুর করা হয়। আমরা ঢাকায় চিকিৎসকের সাথে যোগাযোগ করছিলাম। এরকম অবস্থায় তার আত্মহত্যার ঘটনা আমরা মেনে নিতে পারছি না।
আমার তিন কন্যা সন্তানের ভবিষ্যৎ নিয়ে আমরা খুব উৎকণ্ঠার মধ্যে রয়েছি। এ ব্যাপারে থানায়
একটি এজাহার দায়ের করা হয়েছে বলে তিনি জানান। রৌমারী থানার অফিসার ইনচার্জ মুনতাসির
বিল্লাহ জানান, নিহতের স্ত্রী থানায় এজাহার দায়ের করলে সেটি ইউডি মামলা হিসেবে নেয়া হয়েছে। মঙ্গলবার সকালে নিহত পুলিশ কনস্টেবলের মরদেহ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করা হয়েছে।
spot_img
এই বিভাগের অনান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

জনপ্রিয় সংবাদ