শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
spot_img
Homeআইন-অপরাধস্ত্রী হত্যার অভিযোগে এসআই'র গ্রেপ্তার ও বিচার দাবিতে নোয়াখালীতে মানববন্ধন

স্ত্রী হত্যার অভিযোগে এসআই’র গ্রেপ্তার ও বিচার দাবিতে নোয়াখালীতে মানববন্ধন

মোঃ জাহাঙ্গীর আলম চট্টগ্রামের হালিশহরের শান্তিবাগ এলাকায় পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোঃ মিজানুর রহমান জাবেদ কর্তৃক তাঁর স্ত্রী ফাতেম আক্তার কলি হত্যার ঘটনায় তাকে

গ্রেপ্তার ও বিচারের দাবীতে নোয়াখালীতে মানববন্ধন কর্মসূচি পালন এবং বিক্ষোভ হয়েছে। বৃহস্পতিবার (৩১ মার্চ) সকালে নোয়াখালী প্রেসক্লাবের সামনের সড়কে নিহতের স্বজন,

এলাকাবাসী, আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন নোয়াখালী শাখাসহ বিভিন্ন সংগঠনের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। প্রায় ঘন্টাব্যাপী চলা এ মানববন্ধন ও বিক্ষোভে বিভিন্ন শিক্ষা

প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং সাধারণ লোকজন অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে তারা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে কলি হত্যার বিচার দাবিতে নানা শ্লেগান দেন।

হত্যার এক সপ্তাহ পার হলেও অভিযুক্ত পুলিশের উপ-পরিদশক জাবেদ গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন নিহতের পরিবার ও স্বজনরা। এ সময় তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জাবেদকে

দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই দাবিতে গত ২৭ মার্চ কলির লাশ নিয়ে নোয়াখালী প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেছিল পরিবার-স্বজনরা।

স্বজনদের অভিযোগ গত ২৫ মার্চ বিকেলের কোন একসময় ফাতেমা আক্তার কলিকে মারধর করে হত্যার পর চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে নিয়ে গিয়ে সে আত্মহত্যা করেছে বলে পরিবারের সদস্যদের মোবাইলে জানায়।

spot_img
এই বিভাগের অনান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

জনপ্রিয় সংবাদ