সফিউদ্দিন কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ।

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি:

১৬৩

বশির আলম, টঙ্গীর সফিউদ্দিন সরকার একাডেমী এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ, একাদশ শ্রেণির নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার দুপুরে সফিউদ্দিন সরকার একাডেমী এন্ড কলেজ মাঠ প্রাঙ্গণে এ পুরস্কার বিতরণ করা হয়।

বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সফিউদ্দিন সরকার একাডেমী এন্ড কলেজের গভর্নিং বডি’র সভাপতি ভাষা সৈনিক আব্দুল মতিন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এম.পি।

অনুষ্ঠান উদ্ধোধন করেন গাজীপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টঙ্গীর সফিউদ্দিন সরকার একাডেমী এন্ড কলেজে অধ্যক্ষ মনিরুজ্জামান, গাজীপুর মেট্রোপলিটন অপরাধ দক্ষিণ জোনের উপ পুলিশ কমিশনার ইলতুৎ মিশ,

টঙ্গী জোনের সহকারি পুলিশ কমিশনার মেহেদী হাসান, টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ শাহ আলম প্রমুখ।

অনুষ্ঠান শেষে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.