শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
spot_img
Homeজাতীয়অচিরেই গাজীপুরবাসী দুঃখ দূর হবে।

অচিরেই গাজীপুরবাসী দুঃখ দূর হবে।

বশির আলম গাজীপুর বাসীর দুঃখ জয়দেবপুর রেলক্রসিং। সেই দুঃখ কাটাতে সুসংবাদ দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। অচিরেই জয়দেবপুর রেলক্রসিংয়ে একটি ফ্লাইওভার নির্মাণের মাধ্যমে জেলাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে বলে জানিয়েছেন তিনি।

শুক্রবার সন্ধ্যায় গাজীপুরে ‘মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব জন্মশতবার্ষিকী উদযাপন’ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা ও স্বাধীনতা কনসার্টে বিশেষ অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ঐতিহাসিক রাজবাড়ী মাঠে গাজীপুর সিটি কর্পোরেশন এ অনুষ্ঠানের আয়োজন করেন।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী আরো বলেন, আগামী ৫ এপ্রিল অনুষ্ঠেয় একনেক সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায় ৭০০ কোটি টাকার প্রকল্পটি সদয় অনুমোদন করবেন বলে আশা করা হচ্ছে। প্রকল্পটি অনুমোদনের পর বাস্তবায়ন হলে জয়দেবপুর রেল ক্রসিংয়ে যানজটের ভোগান্তি থেকে জেলাবাসীর

মুক্তি মিলবে। এছাড়াও গাজীপুর সিটি কর্পোরেশনের আটটি থানায় আটটি ট্রাক ও বাস ষ্ট্যান্ড নির্মাণ করা হবে। গাজীপুর সিটি কর্পোরেশনের থমকে যাওয়া সকল উন্নয়ন কাজ সফলতার সাথে দ্রুত বাস্তবায়ন চলমান রাখার জন্য প্রতিমন্ত্রী সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়রকে ধন্যবাদ জানান।

ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ বলেন, জাহাঙ্গীর আলম বরখাস্তের পর অনেকে বলেছিল রাস্তার উন্নয়ন বন্ধ হয়ে যাবে। কিন্তু আমরা রাস্তার উন্নয়নে অগ্রাধিকার দিয়ে সেসকল কাজ সম্পন্ন করে যাচ্ছি। আগামী একবছরের মধ্যে একটি মাস্টার প্ল্যানের মাধ্যমে গাজীপুরে স্কুল-কলেজ,

মসজিদ-মাদ্রাসা ও রাস্তার উন্নয়ন করা হবে। তিনি বলেন, গাজীপুরকে ময়লার নগরী বলা হয়। আমরা এই অপবাদ মুছে দিতে চাই। ইতোমধ্যে আমাদেরকে প্রধানমন্ত্রী ১০০ বিঘা জায়গা দিয়েছে বর্জ্য ব্যবস্থাপনার জন্য। অতীতে ব্যবসায়ীরা তাদের ব্যবসা পরিচালনা করতে নানান সমস্যার

সম্মুখীন হয়েছে। আমি দায়িত্ব নেয়ার পর এখন ২৪ ঘন্টার মধ্যে ব্যবসায়ীদের লাইন্সেন্স দেওয়া হয়।অনুষ্ঠানে গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র (ভারপ্রাপ্ত) আসাদুর রহমান কিরণের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শামসুন্নাহার ভূইয়া, গাজীপুর সিটি

কর্পোরেশনের প্রধান নির্বাহী প্রকৌশলী আমিনুল ইসলাম, জেলা প্রশাসক আনিসুর রহমান, গাজীপুর মহানগর আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মো. আজমত উল্লা খান, গাজীপুর মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আতাউল্ল্যাহ মন্ডল, যুগ্ম সাধারণ

সম্পাদক মতিউর রহমান মতি, জিএমপির উপ-পুলিশ কমিশনার জাকির হাসান, প্যানেল মেয়র এড. আয়েশা আক্তার, ৪৬নং ওয়ার্ড কাউন্সিলর নুরুল ইসলাম নুরু প্রমুখ। অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধারা, সিটি কর্পোরেশনের কাউন্সিলরবৃন্দ, সরকারি কর্মকর্তা, বিভিন্ন শ্রেণি

পেশার প্রতিনিধিসহ প্রায় অর্ধলক্ষ দর্শক শ্রোতা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দৃষ্টিনন্দন আতশবাজি ও জনপ্রিয় কন্ঠশিল্পী নগর বাউল জেমস, কোনাল ও আশিকের মনোমুগ্ধকর সংগীত

পরিবেশনা সকলকে বিমোহিত করে। রাত সাড়ে ১০টায় মঞ্চে উঠেন জেমস। একে একে তিনি পরিবেশন করেন কবিতা, লেইস ফিতা লেইস, মা, দুই দিনের এক জেল, দুষ্টু ছেলের দল, সুলতানা বিবিয়ানা, পাগলা হাওয়া ও গ্যাংস্টার ছবির ভিগি ভিগিসহ ১১টি সুপারহিট গান।

spot_img
এই বিভাগের অনান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

জনপ্রিয় সংবাদ