তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভা অন্বেষণ কর্মসূচির আওতায় কুড়িগ্রামে ষোল দিন ব্যাপী দাবা প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। শনিবার (৯এপ্রিল) সকাল ১১টায় কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার
হলরুমে প্রশিক্ষণের উদ্বোধন করেন কুড়িগ্রামের পৌর মেয়র মো. কাজিউল ইসলাম।
এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় ক্রীড়া পরিষদের দাবা প্রশিক্ষক মো. আবু সুফিয়ান শাকিল,
জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাঈদ হাসান লোবান, জেলা ক্রীড়া সংস্থার সিনিয়র সহসভাপতি ও কুড়িগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু,
সাংবাদিক হুমায়ুন কবির সূর্য, জেলা ক্রীড়া সংস্থার কার্যকরী কমিটির সদস্য সোহেল রানা প্রমুখ।
জাতীয় ক্রীড়া পরিষদের উদ্যোগে এবং কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অণূর্ধ ১৬ ক্রীড়া
প্রতিভা অন্বেষণ কর্মসূচির আওতায় কুড়িগ্রাম জেলা থেকে ১৬জন প্রতিযোগী অংশগ্রহন করছে। প্রশিক্ষণ চলবে ১৭ এপ্রিল পর্যন্ত। প্রশিক্ষণে শেষে প্রতিযোগিরা ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে অংশনেয়ার সুযোগ পাবে।