মঙ্গলবার, মে ৭, ২০২৪
spot_img
Homeসারাদেশচট্টগ্রামনোয়াখালীতে ক্যান্সার রোগী সেজে ডিসির সঙ্গে প্রতারণার চেষ্টা বাপ-বেটা কারাগারে

নোয়াখালীতে ক্যান্সার রোগী সেজে ডিসির সঙ্গে প্রতারণার চেষ্টা বাপ-বেটা কারাগারে

মোঃ জাহাঙ্গীর আলম, নোয়াখালীতে ক্যান্সার রোগী সেজে প্রতারণার মাধ্যমে অর্থ আদায়ের চেষ্টার অভিযোগে প্রতারক বাপ-বেটাকে পুলিশে দিয়েছেন জেলা প্রশাসক (ডিসি) দেওয়ান মাহবুবুর রহমান।

আটককৃতরা হলো সোনাইমুড়ী জয়াগ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চৌকিদার বাড়ির মৃত বশির উল্যাহর ছেলে মোঃ গিয়াস উদ্দিন (৪৭) ও তার ছেলে মোঃ ওমর ফারুক (১৭)।

মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুরে নোয়াখালী জেলা প্রশাস কার্যালয়ে ওই ঘটনাটি ঘটেছে।
নোয়াখালী জেলা প্রশাসক(ডিসি) দেওয়ান মাহবুবুর রহমান বলেন, প্রতারক ব্যক্তিরা সম্পর্কে বাবা-ছেলে।

কয়েক দিন আগে তারা নোয়াখালীর সমাজসেবা অধিদপ্তরের ভূয়া সনদে ক্যান্সার রোগী সেজে ৫০ হাজার টাকার অর্থসহায়তার আবেদন দেয়।

আবেদন যাচাই-বাছাইকালে তারা সত্য গোপন করে। একপর্যায়ে ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা আমার কাছে প্রতারণার কথা স্বীকার করে।

পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়। সুধারাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ারুল ইসলাম বলেন অভিযুক্তদের থানায় এনে রাখা হয়েছে।

এ ঘটনায় জেলা সমাজসেবা কার্যালয় থেকে লিখিত অভিযোগ দায়ের করার প্রস্ততি চলছে। ওই মামলায় আসামিদের গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

spot_img
এই বিভাগের অনান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

জনপ্রিয় সংবাদ