১ কেজি গাঁজা ও ৩ টোপলা হেরোইনসহ গ্রেফতারকৃত ৪ জনকে কারাদন্ডসহ জরিমানা প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। আজ রবিবার দুপুরে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার পুটিমারী ও বড়ভিটা ইউনিয়ন থেকে এদেরকে মাদকদ্রব্যসহ গ্রেফতার করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কিশোরগঞ্জ উপজেলার পুটিমারী ইউনিয়নের পোড়াকোর্ট খোকার বাজার এলাকায় অভিযান চালিয়ে গোলাম মিয়ার পুত্র মাসুদকে (৩৫) ১ কেজি গাজাসহ গ্রেফতার করে। অপরদিকে বড়ভিটা ইউনিয়নে অভিযান চালিয়ে একই ইউনিয়নের উত্তর বড়ভিটা গ্রামের আনোয়ার হোসেনের পুত্র এরশাদ আলী (৩৫), মৃত্যু আজিজুর রহমানের পুত্র সুজন (২৫) ও হরেন্দ্র নাথের ছেলে লাল মোহন চন্দ্রকে (৫০) গ্রেফতার করে তারা। এদের প্রত্যেকের নিকট ০.১০ গ্রাম করে হেরোইনের একটি করে টোপলা উদ্ধার করা হয়।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার নূর-ই-আলম সিদ্দিকী গ্রেফতারকৃত গোলাম মিয়ার পুত্র মাসুদকে (৩৫) দুই বছর কারাদন্ড অপরদিকে আনোয়ার হোসেনের পুত্র এরশাদ আলী (৩৫), মৃত্যু আজিজার রহমানের পুত্র সুজন (২৫) ও হরেন্দ্র নাথের ছেলে লাল মোহন চন্দ্রকে (৫০) তিন মাসের কারাদন্ড প্রদান করে। এছাড়াও প্রত্যেককে ১ শ’ টাকা করে জরিমানাও করা হয়।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার নূর-ই-আলম সিদ্দিকী জানান- আটককৃতদের বিরুদ্ধে কারাদন্ড ও জরিমানা করা হয়েছে।