কুড়িগ্রামে নানা আয়োজনে রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত

কুড়িগ্রাম প্রতিনিধি:

৫৫

কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত হয়েছে। বিশ্বব্যাপী রেডক্রস আন্দোলনের ভূমিকাকে গুরুত্ব দিয়েই চলতি বছর ‘বিশ্ব রেডক্রস-রেড ক্রিসেন্ট দিবস’ উদযাপনের প্রতিপাদ্য বিষয় নির্ধারিত হয়েছে “মানবিক হও”।

এ উপলক্ষ্যে রোববার সকালে কুড়িগ্রাম রেড ক্রিসেন্ট ইউনিট অফিস থেকে একটি বর্ণাঢ্য শোভা যাত্রা শহর প্রদক্ষীন করে।

পরে এক আলোচনা সভায় ভাইস চেয়ারম্যান শেখ বাবুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাঈদ হাসান লোবান, জেলা আওয়ামীলীগের সহসভাপতি সালেহ

আহমেদ মজনু, রেডক্রিসেন্ট ইসি সদস্য অলক সরকার, সাবেক রেডক্রিসেন্ট যুব প্রধান ইউসুফ আলমগীর, রেজওয়ান সাগর, ইউএলও এবিএম বায়েজীদ।

উল্লেখ্য, ১৮২৮ সালের এই দিনে রেডক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলনের প্রতিষ্ঠাতা জীন হেনরী ডুনান্ট সুইজারল্যান্ডের জেনেভায় জন্মগ্রহণ করেন।

এই মহান ব্যক্তিকে শ্রদ্ধার সাথে স্মরণ করার জন্য প্রতিবছর তার জন্মদিনটিকে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস হিসেবে সারা বিশ্বে যথাযথ মর্যাদায় উদযাপন করা হয়।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.