আল হেলাল চৌধুরী,দিনাজপুরের ফুলবাড়ী খয়েরবাড়ী ইউনিয়নের বালুপাড়া আবাসন প্রকল্প-২ এ মাদকের কুফল সম্পর্কে আলোচনা এবং মাদক নির্মূল কমিটি গঠন করা হয়েছে।
রোববার রাত ৮ টায় খয়েরবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. এনামুল হক এর উদ্যোগে মাদকের কুফল সম্পর্কে আলোচনা এবং মাদক নির্মূল কমিটি গঠন করা হয়েছে।
মোঃ সোহাগ হোসেন কে সভাপতি এবং মোঃ সাগর কে সাধারণ সম্পাদক করে খয়েরবাড়ী ইউনিয়নের বালুপাড়া আবাসন প্রকল্প-২ এ ১৯ সদস্য বিশিষ্ট এই মাদক নির্মূল কমিটি গঠন করা
হয়। এসময় উপস্থিত ছিলেন খয়েরবাড়ি ইউনিয়ন বিট অফিসার এস আই রেজাউল করিম, এ এস আই এনামুলসহ খয়েরবাড়ী ইউনিয়নের ওয়ার্ড সদস্য গণ ও আবাসন প্রকল্পের বাসিন্দারা।
এ সময় খয়েরবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. এনামুল হক বলেন, মাদকসেবী এবং ব্যবসায়ীরা সাবধান হয়ে যান, আমার ইউনিয়নে আমি মাদকের বিষয়ে কোনো ছাড় দিব না।
মাদক একটি জাতীয় সমস্যা, প্রত্যেককে তাদের নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। তবেই আমরা একটি মাদক মুক্ত সমাজ আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে উপহার দিতে পারব।