মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
spot_img
Homeআইন-অপরাধসাদেক শহীদুল্লাহর জমি দখলের পাঁয়তারা কেন্দুয়ায় ৫২ শতাংশ জমির পাকা ধান কেটে...

সাদেক শহীদুল্লাহর জমি দখলের পাঁয়তারা কেন্দুয়ায় ৫২ শতাংশ জমির পাকা ধান কেটে নেয় দুর্বৃত্তরা

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার আশুজিয়া ইউনিয়নে সিংহের গাঁও মৌজার সিংহের গাঁওয়ে
৫২ শতাংশ জমির পাকা ধান কেটে নেয়ার অভিযোগ উঠে একই গ্রামের জালাল উদ্দীন ( হাসিম

উদ্দিন ) এর সন্তান মিজানুর রহমান সাদেক , শহীদুল্লাহ্ ও অপর ভাইদের নামে। দীর্ঘ দিন ধরে ওরা সিংহের গাঁওয়ের মো,আবদুল হাই তালুকদারের এই ধানি জমি দখলের পাঁয়তারা করছে এবং মিথ্যা মামলা মোকদ্দমা করে আসছে ।

গত ১৬ এপ্রিল ২২ তারিখে প্রথম জোরপূর্বক পাকা ধান কেটে নিয়ে যায় । এখনো অন্য জমির পাকা ধান কেটে নিচ্ছে। সরেজমিনে এর সত্যতা পাওয়া যায় ।

ভুক্তভোগী আব্দুল হাই তালুকদার জানান, ২০ বছর আগে খরিদকৃত ৫২ শতাংশ ধানি জমির আরওআর , সিএস , দখল ও দলিল আমার নামে।

ওয়ারিশান জমি বিআরএস, এর পূর্বেই হাসিম উদ্দিন বাস এক্সিডেন্টে মারা যায়। তাই ভ্রমান্তক ভাবে ভুল লিপিবদ্ধ হলে তা নিয়ে আদালতে মামলা চলমান। এরি জের ধরে সাদেক ও শহীদুল্লাহ ২৮ এপ্রিল

আব্দুল হাই তালুকদারের নামে মিথ্যা মামলা দায়ের করে । এ ব্যাপারে জানতে চাইলে সাদেকের সাথে বার বার চেষ্টা করেও পাওয়া যায় নাই । ধান কাটতে বাঁধা দেওয়ায় আবদুল হাইয়ের ছেলে হিরা কে মারধর করে জখম করে এবং তার সুস্হতার জন্য হাসপাতালে ভর্তি করা হয় ।

এ ব্যপারে আশুজিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান মো, মঞ্জুর আলী বলেন , দীর্ঘদিন যাবত ভোগদখল নিয়ে তাদের মধ্যে ঝগড়া লেগে আছে চেষ্টা করছি মিমাংসা করার জন্য।

এলাকার কয়েকজন লোক নাম প্রকাশ না করার শর্তে জানান , সাদেক ও শহীদুল্লাহ আবদুল হাই জায়গা থেকে ২ লক্ষ টাকার মাটি জোর করে বিক্রি করে দেয়। গাছ কেটে নিয়ে যায় বাড়ি ঘর ভাংচুর করে ।

ময়মনসিংহ সদরের কালীপাড়া এলাকা থেকে চাকরি দেয়ার কথা বলে প্রতারণা করে ১৪ লক্ষ টাকা আত্মসাৎ অভিযোগ শোনা যায়।

spot_img
এই বিভাগের অনান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

জনপ্রিয় সংবাদ